ব্যালন ডি’অর নিয়ে রিয়ালের অভিযোগের জবাব আয়োজকের

এবারের ব্যালন ডি’অর ভিনিসিয়ুস জুনিয়র জিতবে, এমনই গুঞ্জন ছিল এক মাস ধরে। মার্কাসহ ইউরোপের কয়েকটি সংবাদমাধ্যম এমনটিই জানিয়েছিল। রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তিরও বিশ্বাস ছিল তার শিষ্যই জিততে যাচ্ছেন ব্যালন ডি’অর।

তবে গতকাল রাতে আনুষ্ঠানিকভাবে রদ্রির নাম ঘোষণা করার আগে সব কিছু বদলে যায়।

কয়েক ঘণ্টা আগে ফাঁস হয়ে যায়, ভিনি নন, ব্যালন ডি’অরের রাতটা রদ্রিগোর হতে যাচ্ছে। জানাজানি হওয়ার পরেই তাই নিজেদের ফ্লাইট বাতিল করে রিয়াল। অথচ ৫০ জনের একটা টিম প্যারিসের থিয়েটার দু শাতেলেতে উপস্থিত থাকবে বলে বিমান ভাড়া করা করেছিল রিয়াল।

 

আনুষ্ঠানিক ঘোষণায় রদ্রির নাম জানার পরেই অনেকে বলছেন ষড়যন্ত্রের শিকার হয়েছেন ভিনিসিয়ুস।

আয়োজকদের দিকে সরাসরি আঙুল তুলেছে রিয়ালও। তারা এক বিবৃতিতে লিখেছে, ‘পুরস্কার দেওয়ার যে মানদণ্ড, তার ওপর ভিত্তি করে বিজয়ী হিসেবে যদি ভিনিসিয়ুসকে বেছে না নেওয়া হয়, তাহলে একই মানদণ্ড বিচারে কারভাহালকে বিজয়ী করা উচিত।’

 

ভিনির ব্যালন ডি’অর না পাওয়ার বিষয়ে আয়োজক সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’-এর প্রধান সম্পাদক ভিনসেন্ট গার্সিয়া একটা কারণের কথা উল্লেখ করেছেন। তিনি মনে করেছেন সেরা পাঁচে রিয়াল মাদ্রিদের তিন খেলোয়াড় থাকায় পয়েন্টের ব্যবধান হতে পারে।

গার্সিয়া বলেছেন, ‘গাণিতিকভাবে তারা ভিনির কাছ থেকে কিছু পয়েন্ট নিয়েছে। এটিও রিয়ালের তিন বা চারজন খেলোয়াড় বিশ্বের সেরাদের মধ্যে স্থান পেয়েছে এবং জুরিরা তাদের ভোট রিয়ালের খেলোয়াড়দে মধ্যে ভাগ করে দিয়েছে, এতে লাভ হয়েছে রদ্রির।’

 

আর নাম ফাঁস হওয়ার বিষয়ে সাময়িকীটি বলেছে, ‘পুরস্কারটি কে জিতবে, তা কোনো খেলোয়াড় কিংবা ক্লাব আগেভাগে জানতে পারে না।’

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন