ভারতের রাজস্থানে কালভার্টে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত অন্তত ১২

ভারতের রাজস্থানে মঙ্গলবার একটি কালভার্টে বাস ধাক্কা দেয়। তার অভিঘাতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। রাজ্যের সিকার জেলায় স্থানীয় সময় মঙ্গলবার দুপুরের এই দুর্ঘটনায় অন্তত ১২ জন প্রাণ হারিয়েছে এবং ২০ জন আহত হয়েছে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

 

পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ৪০ জন আরোহী নিয়ে মঙ্গলবার সালাসার থেকে লক্ষ্মণগড় যাচ্ছিল বাসটি। স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ২টা নাগাদ সিকার জেলার লক্ষ্মণগড়ে একটি কালভার্টে ধাক্কা খায় বাসটি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টে ধাক্কা দেয় বাসটি। ঠিক কী কারণে দিনের বেলা কালভার্টে গিয়ে ধাক্কা দিল বাসটি, তা খতিয়ে দেখছে পুলিশ।

 

এদিকে দু্র্ঘটনার পরই কালভার্টের কাছে পৌঁছয় স্থানীয়রা। দুমড়েমুচড়ে যাওয়া বাসটি থেকে যাত্রীদের উদ্ধার করতে শুরু করে তারা। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এর পর একে একে বাস থেকে আহতদের উদ্ধার করে লক্ষ্মণগড় হাসপাতালে ভর্তি করানো হয়।

 

সিকারের হাসপাতালের সুপার মহেন্দ্র খিচড় জানিয়েছেন, এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।

রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন তিনি। আহতদের জন্য প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে বলেছেন।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন