ফের খুনের হুমকি সালমান খানকে

সময়টা মোটেও ভালো যাচ্ছে না সালমান খানের। একের পর এক হুমকি ধামকিতে দিশেহারা এই অভিনেতা। সদ্যই অভিনেতাকে খুনের হুমকি ও মোটা অঙ্কের টাকা দাবি করার পর নয়ডা থেকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরইমধ্যে আবারও খুনের হুমকি পেলেন অভিনেতা।

 

 

এনডিটিভির প্রতিবেদন অনুসারে, অজ্ঞাতপরিচয় একজন ২ কোটি টাকা দাবি করে হুমকি দিয়েছে অভিনেতাকে। সালমান খানের কাছে ২ কোটি টাকা দাবি করে মুম্বাই পুলিশের ট্র্যাফিক হেল্পলাইন নম্বরে হোয়াটসঅ্যাপে ফের বার্তা পাঠানো হয়েছে। সেই অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে ওরলি পুলিশ। টাকা না দিলে সালমান খানকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছে অজ্ঞাতপরিচয় এই প্রেরক।

ট্র্যাফিক পুলিশ বিষয়টি ওরলি পুলিশকে জানিয়েছে যারা এই বিষয়ে একটি মামলা নথিভুক্ত করেছে এবং প্রেরককে অনুসরণ করতে শুরু করেছে।

 

এদিকে, সালমান খান ও এনসিপি নেতা জিশান সিদ্দিকিকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে উত্তর প্রদেশের নয়ডা থেকে ২০ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে মুম্বাইয়ের পুলিশ। সোমবার ওই ব্যক্তিকে আটক করা হয়। মুম্বইয়ের নির্মল নগর থানার এক কর্মকর্তা জানিয়েছেন, অভিযুক্ত প্রথমে বিধায়ক জিশান সিদ্দিকির হেল্পলাইন নম্বরে হুমকি মেসেজ পাঠায় এবং পরে ভয়েস কল করে।

সোমবার এই বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছিল এবং প্রযুক্তিগত প্রমাণের সাহায্যে নয়ডা থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। তদন্তের স্বার্থে তাকে মুম্বাই নিয়ে আসা হচ্ছে। পূর্ব বান্দ্রায় অবস্থিত জিশান সিদ্দিকির জনসংযোগ দফতরে এই ফোন করা হয়েছিল।

 

গত ১২ অক্টোবর জিশানের পিতা বাবা সিদ্দিকিকে বান্দ্রায় ছেলের অফিসের বাইরে গুলি করে হত্যা করা হয়। এনসিপি নেতার হত্যাকাণ্ডের দায় স্বীকার করা লরেন্স বিষ্ণোই গ্যাং সালমানের সঙ্গে রাজনীতিবিদের ঘনিষ্ঠ সম্পর্ককে হত্যার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে।

এরপর থেকেই নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে সালমান খানকে। দৈনন্দিন কাজেও ব্যাঘাত ঘটছে অভিনেতার। এরইমধ্যে একের পর হুমকি পাচ্ছেন বলিউডের ভাইজান।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন