অধিনায়কত্ব নিয়ে শান্তর সঙ্গে কথা বলবেন ফারুক

মিরপুর টেস্ট শেষ হওয়ার পরেই শোনা যায় অধিনায়কত্ব ছাড়বেন নাজমুল হোসেন শান্ত। আনুষ্ঠানিকভাবে নেতৃত্ব ছাড়ার ঘোষণা না দিলেও তা যে সত্যি নিশ্চিত হওয়া গেছে। বিসিবির এক কর্মকর্তাই বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে।

শান্তর অধিনায়কত্ব ছাড়ার ঘোষণার পর থেকেই আলোচনা হচ্ছে তার উত্তরসূরি হচ্ছেন কে? চট্টগ্রাম টেস্ট শুরুর আগে তার উত্তরসূরি হতে ইচ্ছা প্রকাশ করেছেন তাইজুল ইসলামও।

তবে শান্তর আনুষ্ঠানিক ঘোষণার আগে তার সঙ্গে কথা বলবেন বলে আজ জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ।

 

মিরপুর স্টেডিয়ামে আম্পায়ারদের কোর্সে পাস করা প্রার্থীদের সনদ বিতরণ অনুষ্ঠান শেষে ফারুক বলেছেন, ‘যদি কোনো ক্রিকেটার মনে করে যে তার দায়িত্ব সে চালিয়ে নিতে পারছে না। সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তো শান্তর যে ব্যাপারটা সেটা আমিও শুনেছি।

কিন্তু এর পেছনে কোনো কারণ আছে কি না, কেন করতে চাচ্ছে না এগুলো খুঁজে বের করাটা খুব জরুরি। আমি ওগুলো নিয়ে শান্তর সঙ্গে কথা বলব। আজকে আমি চট্টগ্রামে যাব কাল, পরশুর মধ্যে কোচ, অধিনায়কের সঙ্গে বসে আলোচনা করে একটা সিদ্ধান্ত নিতে পারব। তবে যেটা হলো কেউ কোনো দায়িত্ব করতে না চাইলে সে বলল পারব না, আমরা বললাম ওকে ধন্যবাদ।

এটা সমাধান না। আমাদের পেছনের কারণ জানতে হবে।’

 

শান্ত নেতৃত্ব ছাড়বেন তা সংবাদমাধ্যমে জানতে পেরে একটু হতাশই হয়েছেন ফারুক। তিনি বলেছেন, ‘ক্রিকেটারদের তাই এসব ব্যাপারে সচেতন হওয়া দরকার যে, তারা যেকোনো কিছুই ফিল করুক। সেটা যে জায়গায় কথা বলা উচিত সেখানে যা মনে করে সেটা বলতে পারেন।

যেমন ক্রিকেট অপারেশন্স, সিইও এরপর চেয়ারম্যান আছেন, সে জায়গা গুলোতে ওই ক্রিকেটার তার মনের কথাটা বলতে পারেন।’

 

সামাজিক যোগাযোগ মাধ্যম খেলোয়াড়দের ওপর চাপ বাড়ায় এমনটা স্বীকার করে নিয়ে ফারুক আরো বলেছেন, ‘আমি জানি না শান্ত সাংবাদিকদের সঙ্গে কথা বলেছে কি না। আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা হয়, এখন অনেক কিছু নিয়েই ক্রিকেটাররা আপসেট থাকে। কারণ তাদের পারফরম্যান্সের চিন্তা করতে হয়, যেকোনো সামাজিক মাধ্যমের খবর তাদের ওপর প্রভাব ফেলতে পারে।’

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন