মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন সাকিব আল হাসান। নিরাপত্তার কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই টেস্ট খেলতে পারেননি তিনি। বাংলাদেশের মাটিতে খেলার সুযোগ না পাওয়া বিদেশে খেলতে পারবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
যা এখনো কাটেনি।
তবে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জরুরি সভা শেষে সভাপতি ফারুক আহমেদ কৌশলী উত্তর দিয়েছেন। তিনি জানিয়েছেন, দল যেহেতু ঘোষণা হয়নি সে অ্যাভেইলঅ্যাবল আছে। আগামী ৬ নভেম্বর আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে সাকিব। সেই সিরিজে সাকিবের খেলা নিয়ে বিসিবি সভাপতি বলেছেন, ‘সাকিব আল হাসানের ব্যাপারটা… এখনো যেহেতু দল দেয়নি (ঘোষণা হয়নি), আমার মনে হয় অ্যাভেইলঅ্যাবল আছে সে।
’
মিরপুরে সাকিবের টেস্ট খেলতে না পারার বিষয়ে ফারুক বলেছেন, ‘আপনি যেটা বললেন যে শেষ টেস্ট খেলতে ফিরতে পারেনি… একেবারেই আমরা কোনোভাবে জড়িত নই এই ব্যাপারটায়। এটা হলো আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী, সরকার ও সাকিব আল হাসান (তাদের ব্যাপার)..। এখানে আমাদের পুরোপুরি অক্সিলারি একটা পার্ট নেওয়ার কথা ছিল। আমি ব্যক্তিগতভাবে আপনাদের সামনে যত কথাই বলি, আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি যাতে সাকিব আল হাসান দেশ থেকে অবসরে যেতে পারে।
আমার চেষ্টা আমি করেছি।‘
বিসিবি সভাপতি ফারুকের ইচ্ছা ছিল দেশে খেলেই টেস্ট থেকে অবসর নিক সাকিব। বাংলাদেশি অলরাউন্ডারে অবদান স্মরণ করে তিনি বলেছেন, ‘আমি সাবেক ক্রিকেটার হিসেবে মনে করেছি যে একটা ছেলে ১৭ বছর ক্রিকেট খেলেছে, সে একজন ব্র্যান্ড অ্যাম্বাসাডর, বাংলাদেশের জন্য অনেক করেছে, এ জন্য আম মনে করেছি, এটা (দেশ থেকে অবসর) হলে ভালো হতো। কিন্তু সঙ্গে অন্য জিনিসগুলোও তো দেখতে হবে আপনার। ওই জিনিসগুলো মিলিয়ে শেষ মুহূর্তে সে আসতে পারেনি, এটার ব্যাপারে বোর্ডের কিছু করার ছিল না।
এটা পুরোপুরি আইনগত ব্যাপার এবং আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী এতে জড়িত আছে। সুতরাং এটা সাকিব ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ব্যাপার ছিল। বোর্ড এটার অংশ ছিল না। সে এলে বোর্ডের যতটুকু ক্ষমতা আমরা তাকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করতাম। যেহেতু সে আসেনি, এটা নিয়ে আর কথা বলে লাভ নেই।’
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন