ঝিনাইদহে তারেক রহমানের বিরুদ্ধে ছাত্রলীগ নেতার দায়েরকৃত মামলা খারিজ

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত একটি মানহানী মামলা আদালত খারিজ করে দিয়েছেন। বাদী ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রানা হামিদ প্রসেস ফি দাখিল না করায় ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল আমলী আদালতের বিজ্ঞ বিচারক মোঃ ফারুক আযম মামলাটি খারিজ করে দেন। খবর নিশ্চিত করে ঝিনাইদহ জেলা জজ আদালতের নব নিযুক্ত পিপি এ্যাড মশিয়ার রহমান শুক্রবার বিকালে জানান, ২০১৪ সালের ১৫ ডিসেম্বর লন্ডনে তারেক রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রানা হামিদ মানহানী মামলাটি দায়ের করেন। মামলায় ছাত্রলীগের শাকিল আহম্মেদ, আবু সুমন ও সোহেল রানাকে সাক্ষি করা হয়। আদালতের আদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভিডিও বক্তব্য পর্যালোচনা করে ঝিনাইদহ সদর থানার তৎকালীন ওসি (তদন্ত) রফিকুল ইসলাম ২০১৫ সালের ২২ জানুয়ারি তারেক রহমানের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন। এ্যাড মশিয়ার রহমান আরো জানান, বিজ্ঞ বিচারক বাদীকে প্রসেস ফি দাখিলের নির্দেশ দিলেও তিনি তা পরিশোধ করেনি। বিধায় মামলটি ফৌজদারী কার্যবিধির ২০৪(৩) ধারানুসারে গত মঙ্গলবার মামলাটি খারিজ করে দেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন