ক্রেমলিন বৃহস্পতিবার বলেছে, গুগলের ওপর রাশিয়ার আরোপিত বিশাল জরিমানা মূলত প্রতীকী। ইন্টারনেট জায়ান্টকে রুশ ইউটিউব চ্যানেলের ওপর থেকে নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করতে উৎসাহিত করতে এ জরিমানা আরোপ করা হয়েছে।
আরবিকের খবর অনুযায়ী, রাশিয়ায় গুগলের বিরুদ্ধে আরোপ করা মোট জরিমানা দুই আনডেসিলিয়ন রুবলে পৌঁছেছে, যা বিশ্বের সব অর্থকে একত্র করলে যে পরিমাণ দাঁড়াবে তার তুলনায়ও অনেক বেশি। দুই (২) অঙ্কের পর ৩৬টি শূন্য বসালে দুই ডেসিলিয়ন সংখ্যাটি দাঁড়ায়।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রুশ সংবাদ সংস্থাগুলোকে বলেন, ‘আমি এই সংখ্যা উচ্চারণ করতে পারি না, কিন্তু এটি সম্ভবত প্রতীকী অর্থে আরোপ করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘আমাদের সম্প্রচারকদের কার্যকলাপ গুগলের সীমাবদ্ধ করা উচিত নয়, কিন্তু তারা তা করে। এটি (জরিমানা) গুগলের ব্যবস্থাপনার জন্য একটি সতর্কতা হওয়া উচিত, তারা এই পরিস্থিতির প্রতি মনোযোগ দিক ও সংশোধন করুক।’
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে মস্কোর হামলা শুরু হওয়ার পর থেকে রাশিয়া সামাজিক মিডিয়া কম্পানিগুলোর বিরুদ্ধে বিশাল জরিমানা আরোপ করেছে, যাদের বিরুদ্ধে ক্রেমলিনবিরোধী বা ইউক্রেনপন্থী বিষয়বস্তু প্রচার করার অভিযোগ রয়েছে।
রাশিয়ায় ইউটিউব এখনো ব্যবহার করা যায়। তবে কর্তৃপক্ষ বারবার প্ল্যাটফরমটি অফলাইনে নেওয়ার হুমকি দিয়েছে। কারণ সেখানে রাষ্ট্র মালিকানাধীন রুশ বিষয়বস্তু নিষিদ্ধ করা হয়েছে। অন্যদিকে মস্কোর দাবিগুলো বাস্তবায়নে বাধ্য করার চেষ্টা হিসেবে রুশ আদালত বারবার ইউটিউবের মালিক প্রযুক্তি জায়ান্ট গুগলকে জরিমানা করেছেন।
গুগল এসব জরিমানা পরিশোধে ব্যর্থ হওয়ায় জরিমানার অঙ্ক বহুগুণে বেড়েছে।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন