পুরোপুরি বিশৃঙ্খল অবস্থায় বাংলাদেশ—ট্রাম্পের নিন্দা

হাকিকুল ইসলাম খোকন ,,

বাংলাদেশ এখন পুরোপুরি বিশৃঙ্খল অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। দেশটির স্থানীয় সময় ৩১ অক্টোবর (বৃহস্পতিবার) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে তিনি এমন মন্তব্য করেছেন।

ট্রাম্প তার পোস্টে লিখেছেন, বাংলাদেশে হিন্দু, খ্রিস্টানসহ অন্য সংখ্যালঘুদের ওপর বর্বর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। তারা (সংখ্যালঘুরা) বিভিন্নভাবে হামলা ও লুটের শিকার হচ্ছেন। বাংলাদেশ এখন পুরোপুরি বিশৃঙ্খল অবস্থায় রয়েছে।

ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের প্রতি বেশ আক্রমণাত্মক ভাষায় বলেন, চলমান সহিংসতায় সারা বিশ্বের হিন্দু সম্প্রদায়ের লোকজনকে রক্ষার বিষয়টিকে বাইডেন-কমলা প্রশাসন উপেক্ষা করে গেছে।

বাংলাদেশ প্রসঙ্গ টেনে ডোনাল্ড ট্রাম্প বলেন, দেশটি পুরোপুরি বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে রয়েছে এবং প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও তার বস জো বাইডেন সারা বিশ্বের এবং যুক্তরাষ্ট্রের হিন্দু সম্প্রদায়ের লোজনের প্রতি অবজ্ঞার মনোভাব পোষণ করেছে।

ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে লেখেন, ‘আমি বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন, যারা হামলা ও লুটতরাজের শিকার হচ্ছেন, তাদের ওপর বর্বরোচিত সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি। দেশটি পুরোপুরি বিশৃঙ্খল অবস্থায় রয়েছে।’

সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট তার পোস্টে আরও লেখেন, ‘আমার দৃষ্টিসীমায় থাকলে এমন ঘটনা ঘটত না। কমলা ও জো সারা বিশ্বের এবং যুক্তরাষ্ট্রের হিন্দুদের অবজ্ঞা করেছেন। ইসরায়েল থেকে শুরু করে ইউক্রেন এবং আমাদের নিজেদের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত পর্যন্ত তারা বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করেছে। তবে আমরা আমেরিকাকে আবারও শক্তিশালী হিসেবে প্রতিষ্ঠা করব এবং শক্তির মাধ্যমে শান্তি ফিরিয়ে আনব।’

ট্রাম্প বলেন, তার প্রশাসনের অধীনে ধর্মবিরোধী এজেন্ডা ও উগ্র বামপন্থিদের হাত থেকে হিন্দু আমেরিকানদের রক্ষা করা হবে। ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, ‘আমার প্রশাসনের অধীনে ভারতের সঙ্গে অংশীদারত্বকে আরও বলিষ্ঠ করা হবে। পাশাপাশি আমার ভালো বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সম্পর্ক হবে আরও শক্তিশালী।’

ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে আরও বলেন, ‘কমলা হ্যারিস আরও আইন-কানুন ও উচ্চ করারোপের মাধ্যমে ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেবেন। অন্যদিকে আমি কর কমিয়ে দেবো, নিয়ম-নীতির কাটছাঁট করব এবং ইতিহাসের সবচেয়ে ভালো অর্থনীতি উপহার দেবো। আমরা আবারও তা করব, যা হবে আগের চাইতে আরও বড় ও ভালো এবং সবচেয়ে ভালো। আমরা আমেরিকাকে আবারও মহান হিসেবে প্রতিষ্ঠিত করব।’

হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি দিওয়ালির শুভেচ্ছা জানিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘সবাইকে দিওয়ালির শুভেচ্ছা। আমি আশা করি, আলোর এই উৎসব খারাপের বিরুদ্ধে ভালোর বিজয়কে নিশ্চিত করবে।’

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন