হ্যালোইন পার্টিতে শিশুকে কামড় দিলেন বাইডেন!

gbn

প্রতি বছরের ৩১ অক্টোবর পালিত হয় ঐতিহ্যবাহী হ্যালোইন উৎসব। পশ্চিমা দেশগুলোতে এই উৎসবের চল বেশ পুরনো। উৎসব ঘিরে উঠে আসে নানা আলোচনা। এবারের হ্যালোইন উৎসবে নতুন আলোচনার জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

 

হ্যালোইন উৎসবে হোয়াইট হাউসে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। নানা বয়সের মানুষ যোগ দিয়েছিলেন সেই আয়োজনে। আগতদের মধ্যে অনেক শিশুও ছিল। তেমনই একটি শিশুকে তার বাবা-মা সাজিয়েছিল মুরগির মতো করে।

মায়ের কোলে চড়ে সে এসেছিল দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটির বাসভবনে।

 

মুরগির পোশাক পরা ওই শিশুটিকে দেখে মন গলে যায় ৮১ বছর বয়সী জো বাইডেনের। সে সময় অনুষ্ঠানস্থলে বাজানো হচ্ছিল বিখ্যাত হলিউডি ছবি ‘জওস’-এর (যে ছবিতে হাঙরের বিভীষিকা তুলে ধরা হয়েছিল) থিম সং। এমন সময় মায়ের কোলে থাকা সেই শিশুর পায়ে আলতো করে ‘কামড়’ দেন মার্কিন প্রেসিডেন্ট।

তার এমন কাণ্ডে মায়ের কোলে থাকা শিশুটি খিলখিল করে হেসে ওঠে।

 

প্রেসিডেন্টের এমন আচরণে শিশুর মা একটুও বিরক্ত হননি। বরং, তাকে দেখা গেছে হাসি মুখে প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে। মার্কিন প্রেসিডেন্টের এমন এক মজার মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে সময় লাগেনি।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন