মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার (২ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা, শ্রেষ্ঠ সমবায়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও র্যালি অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা সোনামোহন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।
এ সময় তিনি নিজেদের আর্থ-সামাজিক কর্মসংস্থানসহ উন্নয়নের নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন বাস্তবায়নে সমবায়ীদের অগ্রণী ভূমিকা রাখার আহবান জানান।
উপজেলা সহকারী সমবায় কর্মকর্তা মো. বরকত উল্লাহের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবু মাসুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শিমুল আলী, জেলা কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতির সাবেক সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর জয়নাল আবেদীন বাচ্চু, ব্যবসায়ী সমিতির সভাপতি ও সমবায়ী বদরুজ্জামান সজল, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, জেলা কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতির সাবেক সভাপতি ও সাবেক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম শামীম, সাংবাদিক মইনুল হক পবন প্রমুখ।
সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতির সভাপতি মো. আব্দুর রউফ, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি আল আদনান চৌধুরী প্রমুখ।
এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমির প্রভাষক হামিদ খান ও উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আব্দুর রহিম প্রধানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভাশেষে উপজেলা পর্যায়ে ক্যাটাগরি অনুযায়ী কুলাউড়া কো-অপারেটিভ লি. এর পক্ষে উপম্যানেজার মো. জুয়েল মিয়া, জনকল্যাণ শ্রমজীবি স.স.লি. এর সভাপতি মো. হেলাল আহমদ, ব্রাহ্মণবাজার ব্যবসায়ী বহুমুখী স.স. সভাপতি আপ্তাব আহমদ, উত্তরণ সঞ্চয় ও ঋণদান স.স. লি. এর সভাপতি মঈনুল ইসলাম শামীম ও শ্রেষ্ঠ সমবায়ী জেলা কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতির সভাপতি হাজী মো. আব্দুর রউফসহ ৫ জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সভার পূর্বে জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলনের পর এক র্যালি উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ করে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন