নির্বাচনী হোর্ডিংয়ে লেখা, ‘‌করোনাকে ভোট দিন‌‌-

বিশেষ প্রতিনিধিঃআমার নাম করোনা, আমাকে ভোট দিন।’ নির্বাচনী হোর্ডিংয়ে লেখা, ‘‌করোনাকে ভোট দিন‌‌।’  শুনতে অবাক লাগলেও ভারতের কেরালার পুরসভা ভোটে বিজেপির এক প্রার্থীর নাম সত্যিই করোনা। ২৪ বছর বয়সী ওই নারীর নাম করোনা থমাস। আগামী মাসে আয়োজিত দক্ষিণ কেরালার কোল্লাম পুরসভা নির্বাচনে মাথিলিল ওয়ার্ড থেকে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছেন তিনি। এখন চলছে নির্বাচনী প্রচার। আর সে কারণেই শিরোনামে উঠে এসেছেন করোনা থমাস। এতে বিড়ম্বনায় পড়েছে বিজেপিও।  কিন্তু কেন এই নাম?‌ এক সাক্ষাৎকারে ওই নারী জানান, ছোটবেলায় এই নাম রেখেছিলেন তার বাবা। ছেলে ও মেয়ে উভয়েরই পরিচিত নাম রাখতে চাননি তিনি। তাই ছেলের নাম রেখেছিলেন কোরাল এবং মেয়ের নাম রেখেছিলেন করোনা। বাবা তো আর জানতেন না যে এভাবে একটি ভাইরাসের জন্য তার মেয়েকে বিড়ম্বনার মুখে পড়তে হবে!  এদিকে করোনা নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন। অক্টোবর মাসে কোভিড আক্রান্ত অবস্থায় শিশুকন্যার জন্ম দিয়েছিলেন তিনি। ‌যার জেরে খবরের শিরোনামেও এসেছিলেন। গত ১০ অক্টোবর কেরালার কোল্লাম জেলায় সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হতে গিয়েই ভীষণ বিড়ম্বনায় পড়তে হয়েছিল তাকে। কিছুতেই নিজের নাম বলতে পারছেন না তিনি।  আসলে সমস্যার শুরু গত মার্চ মাস থেকেই। কেউ নাম জিজ্ঞেস করলেই একেবারে চুপ করে যান তিনি। কিন্তু হাসপাতালে তো কিছু করার নেই। নাম তো বলতেই হবে, তার ওপর আবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি হতে গিয়েছেন তিনি। শেষ পর্যন্ত নিজের নাম বলতে বাধ্য হন করোনা। ডাক্তার-নার্সরা শুনে তো ভীষণ অবাক, যুবতীর নাম করোনা!  এ নিয়ে মজা করতেও ছাড়েননি চিকিৎসকেরা। তারা বলেন, একেবারে চলাফেরা করা করোনা এসে হাজির। চিকিৎসকেরা মজা করে তাকে বলেন, ‘বাবাকে বলুন, একটা ভ্যাকসিনও আবিষ্কার করতে।’ যদিও পুরো বিষয়টাই ঘটেছে একেবারেই মজার ছলে। তবে কাউকে নাম বলতে গিয়ে সত্যিই বিড়ম্বনার শিকার হচ্ছেন করোনা।  তবে এবার করোনার সামনে আরও বড় পরীক্ষা। কারণ তার নামের কারণে যেভাবে তাকে বিড়ম্বনায় পড়তে হচ্ছে, তাতে তার জয়ের সম্ভাবনা ইতিমধ্যেই ক্ষীণ। সোশ্যাল মিডিয়ায় তার নাম নিয়ে চলছে হাসিঠাট্টাও। আর এসব দেখেই মহা ফ্যাসাদে পড়েছে তার দল বিজেপি।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন