উত্তরা পশ্চিম থানার বাসচালক আলমগীর হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. আবদুস শহীদকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার (০৩ নভেম্বর) চারদিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হালিম।
অন্যদিকে সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আবদুস শহীদের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ জামিন আবেদন নামঞ্জুর করে আবদুস শহীদকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পশ্চিম থানার আজমপুরে রাইদা পরিবহনের চালক আলমগীর হোসেনকে (৩৪) মাথায় গুলি করে হত্যা করা হয়। এ মামলায় গত ৩০ অক্টোবর সাবেক মন্ত্রী আবদুস শহীদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন