তরুণ চলচ্চিত্র অভিনেতা জয় চৌধুরী। কয়েক বছর ধরেই চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। পাশাপাশি দায়িত্ব পালন করছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক হিসেবে। এর আগেও সমিতির বিভিন্ন মেয়াদে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
আজ হঠাৎ করেই রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ফেসবুকে একটা পোস্ট করেন এই অভিনেতা। তিনি তারেক রহমানের ছবি যুক্ত করে লেখেন, ‘তারেক রহমান, আপনি স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান। আপনি সংস্কৃতিবান্ধব তারুণ্যের অহংকার, গণমানুষের নেতা। সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে দ্রুত ফিরে আসুন আমাদের মাঝে, আপনার অপেক্ষায় প্রিয় বাংলাদেশ।
’
তার এই পোস্টের পরে কমেন্ট বক্সে যেন বিস্ফোরণ ঘটতে থাকে। একের পর এক তির্যক মন্তব্য আসতে থাকে। পাশাপাশি তার বিগত দিনের আওয়ামী লীগ সরকারের সময়ে অংশ নেওয়া নানা কর্মকাণ্ডের ছবি যুক্ত করতে থাকেন কমেন্ট বক্সে।
সোহেল নেয়ামত নামের একজন লেখেন, ‘আগে তো কখনো এমন পোস্ট করেন নাই, হঠাৎ বসন্ত কোকিলের মতো পোস্ট দিচ্ছেন একটা প্রতিবাদ কখনো তারেক রহমানকে নিয়ে করেন নাই।
’
মেছার হোসেন লেখেন, ‘চামচামি শুরু হয়ে গেছে। ওরে পল্টিবাজরা, আপনাদের সব স্ক্রিনশট আমার কাছে আছে।’ সোহেল খান মিলন লেখেন, ‘ভাই, এত তাড়াতাড়ি জার্সি চেঞ্জ’।
বেশ কয়েকজন জয় চৌধুরীর মুজিব কোট পরা ছবিও যুক্ত করতে থাকেন কমেন্ট বক্সে। যেখানে তাকে মুজিব কোটের পাশাপাশি মুজিব শত বর্ষের ব্যাচ পরিহিত অবস্থায় দেখা যায়।
উল্লেখ্য, আওয়ালী লীগের দলীয় কোনো পদে না থাকলেও তাদের বিভিন্ন আয়োজনে সরব উপস্থিতি ছিল তার। আরেক আলোচিত অভিনেতা জায়েদ খানের সঙ্গে তাকে নানা সময়ে বিগত সরকারের মন্ত্রী ও পুলিশের কর্মকর্তাদের সঙ্গেও দেখা গেছে বলে গুঞ্জন রয়েছে।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন