ইউএনআরডাব্লিউএর সঙ্গে সম্পর্ক ছিন্ন, জাতিসংঘকে জানাল ইসরায়েল

ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তা করা জাতিসংঘের সংস্থা ইউএনআরডাব্লিউএর সঙ্গে সম্পর্ক ছিন্নের কথা ইসরায়েল আনুষ্ঠানিকভাবে জাতিসংঘকে জানিয়েছে বলে সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

এর আগে ইউএনআরডাব্লিউএর কার্যক্রম নিষিদ্ধ ও এই সংগঠনকে সহায়তা করতে ইসরায়েলি কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে গত মাসে ইসরায়েলের সংসদে একটি বিল পাস করা হয়।

১৯৬৭ সালে সংস্থাটির সঙ্গে যুক্ত হয়েছিল ইসরায়েল। ইসরায়েল রাষ্ট্রের জন্মের সময় ১৯৪৮ সালে যুদ্ধ শুরু হলে তার প্রেক্ষিতে ইউএনআরডাব্লিউএ গঠিত হয়েছিল।

সংগঠনটি ইসরায়েলবিরোধী বলে অনেক দিন ধরে এর সমালোচনা করে আসছিল ইসরায়েল।

 

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাস যে নজিরবিহীন হামলা চালিয়েছিল, তার সঙ্গে ইউএনআরডাব্লিউএর কিছু সদস্য জড়িত ছিল বলেও ইসরায়েল অভিযোগ করেছিল।

জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানোন এক বিবৃতিতে বলেন, হামাস কিভাবে ইউএনআরডাব্লিউএতে প্রবেশ করেছে সে বিষয়ে জাতিসংঘকে যথেষ্ট প্রমাণ দেওয়ার পরও সংস্থাটি কোনো ব্যবস্থা নেয়নি।

এদিকে পশ্চিম তীর ও গাজা ইসরায়েলের দখলে থাকলেও আন্তর্জাতিক আইন অনুযায়ী এগুলো ইসরায়েলের বাইরে অবস্থিত।

তাই ইসরায়েলের সিদ্ধান্ত সত্ত্বেও ওই দুই এলাকায় ইউএনআরডাব্লিউএর কার্যক্রম চালানো অবৈধ হবে না। তবে এই সিদ্ধান্তের কারণে ওই দুই এলাকায় কাজ করা কঠিন হতে পারে।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন