এবারের চোট বড় কিছু হবে না, আশা নেইমারের

চোট যেন পিছু ছাড়ছে না নেইমারের। দীর্ঘ এক বছরের বেশি সময় পর মাঠে ফিরে আবার চোট পেয়েছেন তিনি। গতকাল দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে চোট নিয়ে মাঠ ছেড়েছেন ব্রাজিলিয়ান তারকা।

মাঠে ফিরতে না ফিরতেই আবারও চোট পাওয়ায় হতাশ হয়েছেন নেইমার।

সাইড লাইনে বসে তাই হতাশায় সিনগার্ড, পানির বোতল এবং বুট ছুঁড়তে দেখা যায় তাকে। তবে আশার কথা হচ্ছে ঊরুর চোট এতটা গুরুতর নাও হতে পারে বলে জানিয়েছেন তিনি নিজেই। এর আগে হাঁটুর লিগামেন্টের চোট পান তিনি।

 

ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে নেইমার লিখেছেন, ‘একটা ক্র্যাম্প অনুভব করছি তবে শক্ত আছি।

পরীক্ষা-নীরিক্ষা করব এবং আশা করি তেমন বড় কিছু নয়। এক বছর পর ফিরে এমনটা হওয়া স্বাভাবিক। চিকিৎসকও এ বিষয়ে আমাকে আগেই সতর্ক করেছিল। এ কারনেই আমাকে সতর্ক থাকতে হবে এবং আরও বেশি সময় খেলতে হবে।

 

এএফসি চ্যাম্পিয়নস লিগে গতকাল ইরানি ক্লাব এস্তেগলালের বিপক্ষে ৫৮ মিনিটে বদলি হিসেবে নেমেছিলেন নেইমার। তবে আধা ঘন্টার মতো খেলার পরেই খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন তিনি। ৮৪ মিনিটে ঊরুর চোট পাওয়ার পর প্রাথমিক চিকিৎসায় কোনো উন্নতি না হলে ৮৬ মিনিটে মাঠ ছাড়েন তিনি।

নেইমারের চোট পাওয়ার দিনে জয় নিয়ে মাঠ ছেড়েছে আল হিলাল। প্রতিপক্ষ এস্তেগলালের বিপক্ষে ৩-০ গোলের জয় পাওয়ার ম্যাচে হ্যাটট্রিক করেছেন আলেক্সান্দর মিত্রোভিচ।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন