বায়ুদূষণ রোধের প্রকল্প বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে : পরিবেশ উপদেষ্টা

বায়ুদূষণ রোধে নেওয়া প্রকল্প বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, বায়ুদূষণ রোধে নেওয়া প্রকল্প নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। এবার সেই প্রকল্পগুলো বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে। এ নিয়ে অধিদপ্তরের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

 

মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে ‘লঞ্চিং সেরিমনি অব ন্যাশনাল এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দূষণ রোধে নেওয়া প্রকল্পগুলো বাস্তবায়ন রোধে একটি কমিটি থাকবে। ওই কমিটি এর স্বচ্ছতা নিশ্চিত করবে।

এই উপদেষ্টা আরো বলেন, রামপাল, মাতারবাড়ি প্রকল্প থেকে কতটুকু দূষণ হচ্ছে তা পরিবেশ অধিদফতরকেই বের করে সেই অনুযায়ী পদক্ষেপ নিতে হবে।

অন্য কারও করা সমীক্ষার ওপর ভর করা যাবে না। এ সময় তিনি জানান, নতুন কোনো ইটভাটার অনুমতি দেওয়া হচ্ছে না। একই জায়গায় অনেকগুলো ইটভাটার অনুমোদন কীভাবে পেয়েছে সেগুলো দেখা হচ্ছে।

 

সেইসঙ্গে ভবিষ্যতে ঢাকাকে সবচেয়ে দূষণের শহর থেকে সরিয়ে আনার প্রত্যাশা রেখে উপদেষ্টা বলেন, পরিবেশ অধিদপ্তরের নিজস্ব সক্ষমতা বাড়াতে হবে।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন