ট্রাম্প আইনি লড়াইয়েও অন্ধকার দেখছেন

-মোঃ নাসির, নিউ জার্সি, (আমেরিকা) প্রতিনিধি :মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজিত হওয়ার পর এবার ফল পরিবর্তনে আইনি লড়াইয়েও একের পর এক দুঃসংবাদ পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।

 

মিশিগানেও ভোট কারচুপির অভিযোগ প্রমাণে পর্যাপ্ত তথ্য না পেয়ে জয়ের আশা ছেড়ে দিয়েছেন ট্রাম্পের আইনজীবীরা। এর আগে জর্জিয়ায় ভোট পুনর্গণনার পর জয়ী ঘোষণা করা হয় জো বাইডেনকে।

 

যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাইডেন জয়ী হওয়ার পর পার হয়েছে দুই সপ্তাহ। হার মানতে নারাজ ট্রাম্প নেমেছেন আইনি লড়াইয়ে। তবে সেখানেও হচ্ছে না নির্বাচনী ফল পাল্টে দেওয়ার মতো কোনো ক্যারিশমা।

 

জর্জিয়ার পর ব্যাটলগ্রাউন্ড রাজ্য মিশিগানেও আইনি লড়াইয়ে অন্ধকার দেখছেন ট্রাম্প। ২০ নভেম্বর শুক্রবার মিশিগানের প্রভাবশালী দুজন রিপাবলিকান মাইক সিরকেই এবং লি চ্যাটফিল্ডের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেন ট্রাম্প। সভা থেকে বেরিয়ে তারা জানান, এই রাজ্যে ফলাফল পরিবর্তন করার মতো কোনো তথ্য তাদের কাছে নেই। ফলে পরোক্ষভাবেই এই রাজ্যে বাইডেনকে জয়ী হিসেবে স্বীকৃতি দিলেন রিপাবলিকানরা।

 

এর আগে জর্জিয়ায় ভোট পুনর্গণনার পর ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেনকে আনুষ্ঠানিকভাবে জয়ী ঘোষণা করা হয়েছে। ফলে এই রাজ্যের ১৬টি ইলেকটোরাল ভোট ডেমোক্র্যাটদের পক্ষেই থাকছে।

 

অন্যদিকে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে ভোট গণনা স্থগিত রাখার পক্ষে আদালতে ট্রাম্পের আইনজীবী কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি। সব মিলিয়ে রাজ্য আইনসভার মাধ্যমে নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার আশা শেষের পথে। তবে এখনো সিদ্ধান্তে অনড় ট্রাম্প, স্বীকার করছেন না পরাজয়।

 

আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন। তবে ক্ষমতা হস্তান্তর নিয়ে টালবাহানা করেই যাচ্ছে ট্রাম্প প্রশাসন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন