এবার হত্যার হুমকি দেওয়া হলো শাহরুখ খানকে

বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডের পর জীবনশঙ্কায় ভুগছেন বলিউড মেগাস্টার সালমান খান। একের পর এক হুমকিতে দিশাহারা অভিনেতা। এরই মধ্যে হুমকি পেলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। 

পিঙ্কভিলার প্রতিবেদন অনুসারে, রায়পুর থেকে হুমকি বার্তা পেয়েছেন শাহরুখ খান।

ফাইজান নামের এক ব্যক্তির ফোন থেকে এই হুমকি ফোন আসে। সেই সঙ্গে ৫০ লাখ টাকা দাবি করা হয় শাহরুখের কাছে। ঘটনার পরে মুম্বাই পুলিশ একটি মামলা করেছে। তবে ফাইজান খান দাবি করেছেন যে ২ তারিখ তার ফোন চুরি হয়েছে।

এ ঘটনায় দ্রুত তদন্তে নেমেছে পুলিশ। মুম্বাই পুলিশের একটি দল ফোনকলের লোকেশন ট্র্যাক করে ইতোমধ্যেই ছত্তিশগড়ে পৌঁছেছে।

 

জানা যাচ্ছে, ভারতীয় ন্যায় সংহিতার ৩০৮ এবং ৩৫১ ধারায় অভিযোগ করে ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ। ফোনের লোকেশনের মাধ্যমে ওই ব্যক্তিকে শনাক্ত করেছে মুম্বাই পুলিশ।

 

গত ১২ অক্টোবর গুলি করে হত্যা করা হয় ভারতের রাজনীতিবিদ ও সাবেক এমপি বাবা সিদ্দিকিকে। বাবা সিদ্দিকির হত্যার দায় স্বীকার করেন লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্ট আততায়ীরা। দাবি করা হয়, সালমানের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই খুন করা হয়েছে বাবা সিদ্দিকিকে। সালমানের কাছের সবারই এমন পরিণতি করা হবে বলেও হুমকি দেওয়া হয়। এর পর থেকেই সতর্ক রয়েছেন সালমান ঘনিষ্ঠ তারকারা।

২ নভেম্বর জন্মদিন ছিল শাহরুখ খানের। প্রতিবছর জন্মদিনের রাতে মান্নাতের ছাদে এসে অনুরাগীদের দেখা দেন তিনি। কিন্তু এবার প্রকাশ্যে আসেননি তিনি। বরং কড়া নিরাপত্তায় ঘেরা ছিল তার বাড়ি। বাড়ির সামনে যাতে বেশি ভিড় না জমে, সেই দিকেও নজর রেখেছিলেন নিরাপত্তারক্ষীরা।

 

এর আগে ২০২৩ সালে অক্টোবর মাসে খুনের হুমকি এসেছিল শাহরুখের কাছে। ‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমা সফল হওয়ার পরের ঘটনা এটি। ঘটনার পরে মুম্বাই পুলিশ শাহরুখকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছিল। সেই সময় ২৪ ঘণ্টা তার পাশে ছিলেন ৬ জন সশস্ত্র নিরাপত্তারক্ষী।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন