গোপালগঞ্জ প্রতিনিধি :
বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেনে, পতিত স্বৈরাচারের সাথে আতাতকারি সুবিধাবাদিরা আবারো বিএনপি অনুপ্রবেশের পায়তারা করছে। দুর্দিনে এদের কেউ দলের নাম মুখেও আনেনি। এখন সু-সময়ে তারা দলের ঐক্য বিনষ্ট করার জন্য নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। এদের থেকে সজাগ থাকার জন্য তিনি নেতা-কর্মীদের প্রতি আহবান জানান। এসময় তিনি হুশিয়ারি উচ্চরণ করে বলেন, স্বৈরাচারের সাথে আপোষকারি সুবিধবাদিদের বিএনপি’তে জায়গা হবে না।
শুক্রবার বেলা সাড়ে ১১ টায় গোপালগঞ্জ পৌর পার্ক সভামঞ্চে জাতীয় বিল্পব ও সংহতি দিবস উপলক্ষ্যে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কখা বলেন।
বিএনপি’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আরও বলেন, ৭১’ সালে মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের আত্মদানের মধ্যদিয়ে আমরা স্বাধীনতা লাভ করেছিলাম, কিন্তু আমাদের সার্বভৌমত্ব ছিল না। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের সর্বভৌমত্ব দিয়েছিলেন। ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাই-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আধিপত্যবাদি শক্তির স্বাধীনতা ও সর্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে জেনারেল জিয়াউর রহমানকে বন্দীদশা থেকে মুক্ত করে এনে তার হাতে বাংলাদেশের নেতৃত্বে তুলে দেয়। আর তিন বারের নির্বাচিত সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
তিনি বলেন, গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে।এখন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন শুরু হয়েছে।ইতোমধ্যে আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা কর্মসূচি দিয়েছে। আগামীতে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে ওই ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গড়ে তুলবো।
সভায় সভাপতিত্ব করেন, গোপালগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক শরীফ রফিকুজ্জামান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এ্যাড. কাজি আবুল খায়ের, ডা. কেএম বাবর, এ্যাড. ইনতেখার আহমেদ সেলিম, জেলা বিএনপি নেতা জিয়াউল কবির বিপ্লব, সদর থানা বিএনপি’র সভাপতি সিকদার সহিদুল ইসলাম লেলিন, সাধারন সম্পাদক ফজলুর করিব দারা, কোটালীপাড়া থানা বিএনপি’র সাধারন সম্পাদক আবুল বাশার হাওলাদার, মুকসুদপুর থানা বিএনপির সাধারন সম্পাদক তরিকুল ইসলাম রাজু, গোপালগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি শেখ হাচিবুর রহমান, জেলা যুবদল সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টন, সাধারন সম্পাদক রাসেকুজ্জামান পলাশ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজ্জাত হোসেন হীরা, ঝেরা ছাত্রদলের সহ-সভাপতি ইমরুল কায়েস প্রমূখ।
সভা পরিচালনা করেন, জেলা বিএনপি নেতা এ্যাড. তৌফিকুল ইসলাম ।
পরে পৌরপার্ক সভামঞ্চ থেকে শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় এবং র্যালিটি সারা শহর প্রদক্ষিণ করে। জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে অন্তত পাঁচ সহ¯্রাধিক নেতা-কর্মী র্যালিতে অংশ নেয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন