স্পেনের জাতীয় দলে নেই রিয়ালের কোনো খেলোয়াড়

ক্লাব ফুটবলে রাজত্ব করছে রিয়াল মাদ্রিদ। শুধু লা লিগায় নয়, বিশ্বমঞ্চেও। কিন্তু স্পেনের রাজধানীর ক্লাবটির স্থানীয় খেলোয়াড়দের জায়গা হয়নি জাতীয় দলে। সর্বশেষ ৩ বছর পর এমন ঘটনা ঘটল প্রথমবার।

 

স্পেনের জাতীয় দলে সুযোগ পাননি রিয়ালের একজন খেলোয়াড়ও। নেশনস লিগের দুটি ম্যাচকে সামনে রেখে আজ দল ঘোষণা করেছেন কোচ লা ফুয়েন্তা। ২৭ সদস্যের স্কোয়াডে রাখেননি রিয়ালের কোনো খেলোয়াড়কে। সর্বশেষ স্কোয়াডে যে তিন জন ছিল রিয়ালের তারা হচ্ছেন-দানি কারভাহাল, নাচো ও হোসেলু।

অভিজ্ঞ কারভাহাল চোটের কারণে মাঠের বাইরে। অন্যদিকে নাচো এবং হোসেলু ইউরোপীয় ফুটবল ছেড়ে নাম লিখিয়েছে যথাক্রমে সৌদি আরব ও কাতার লিগে।

 

 

আর স্পেনের অন্য যারা রিয়ালের হয়ে খেলছেন তাদের কেউই ছন্দে না থাকায় জায়গা হয়নি ডেনমার্ক ও সুইজারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের স্কোয়াডে। সর্বশেষ ২০২১ সালে লুইস এনরিকের অধীনে স্পেনের জাতীয় দলে জায়গা হয়নি সর্বোচ্চ ১৫ বারের চ্যাম্পিয়নস লিগ জয়ী দলের কোনো খেলোয়াড়ের।

সর্বোচ্চ পাঁচজন বার্সেলোনা থেকে সুযোগ পেয়েছে। তারা হচ্ছেন- তিন মিডফিল্ডার দানি ওলমো, মার্ক কাসাদো ও পেদ্রির সঙ্গে দুই উইঙ্গার লামিনে ইয়ামাল ও ফেরান তোরেস।

 

আগামী ১৫ ও ১৮ নভেম্বর ম্যাচ দুটি খেলবে স্পেন। ১৬ নভেম্বর ডেনমার্কের মাঠে আতিথেয়তা নেবে ফুয়েন্তার শিষ্যরা। আর অন্যটিতে ঘরের মাঠে স্পেন আতিথেয়তা দিবে সুইজারল্যান্ডকে।

 

 স্পেনের স্কোয়াড-

গোলরক্ষক- ডেভিড রায়া (আর্সেনাল), আলেক্স রেমিরো (রিয়াল সোসিয়েদাদ), রবার্ট সানচেজ (চেলসি)।

ডিফেন্ডার- এইতর প্যারাদেস (অ্যাথলেটিকো বিলবাও), ওস্কার মিনগুয়েজা (সেল্টা ভিগো), পেদ্রো পোরো (টটেনহাম), ডানি ভিভিয়ান (অ্যাথলেটিকো বিলবাও), এমেরিক লাপোর্তে (আল নাসর), পাও তোরেস (অ্যাস্টন ভিলা), মার্ক কুকুরেয়া (চেলসি), আলেহান্দ্রো গ্রিমালদো (বেয়ার লেভারকুসেন)।

মিডফিল্ডার- মার্টিন জুবিমেন্দি (রিয়াল সোসিয়েদাদ), ফ্যাবিয়ান রুইজ (পিএসজি), মিকেল মেরিনো (আর্সেনাল), আলেক্স বায়েনা (ভিয়েরিয়াল), দানি ওলমো (বার্সেলোনা), মার্ক কাসাডো (বার্সেলোনা), পেদ্রি (বার্সেলোনা)।

ফরোয়ার্ড- লামিন ইয়ামাল (বার্সেলোনা), ফেরান তোরেস (বার্সেলোনা), নিকো উইলিয়ামস (অ্যাথলেটিকো বিলবাও), ইয়েরেমি পিনো (ভিয়েরিয়াল), মিকেল ওয়ারজাবাল (রিয়াল সোসিয়েদাদ), আলভারো মোরাতা (এসি মিলান), আয়োজ পেরেজ (ভিয়েরিয়াল), সামু ওমোরোদিন (পোর্তো) ও ব্রায়ান জারাগোজা (বায়ার্ন মিউনিখ)।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন