ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় নিহতদের ৭০ শতাংশই নারী ও শিশু বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন। শুক্রবার (৮ নভেম্বর) সংস্থাটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর রয়টার্স।
যুদ্ধের প্রথম ছয় মাসে নিহত ৩৪ হাজার ৫০০ জনের বেশি মানুষের মধ্যে ৮ হাজার ১১৯ জনকে যাচাই করে প্রতিবেদনটি প্রকাশ করেছে সংস্থাটি।
তাদের প্রতিবেদনে বলা হয়, প্রতিবেদনের আওতাভুক্তদের ৭ হাজার ৬০৭ জন আবাসিক ভবনে নিহত হয়েছেন। তাদের মধ্যে ৪৪ শতাংশ শিশু, ২৬ শতাংশ নারী ও ৩০ শতাংশ পুরুষ।
প্রতিবেদনের তথ্যমতে, সবচেয়ে কম বয়সী ভুক্তভোগী ছিলেন এক দিন বয়সী একটি ছেলে। আর সবচেয়ে বৃদ্ধ ছিলেন ৯৭ বছর বয়সী এক নারী।
জাতিসংঘ বলছে, আন্তর্জাতিক মানবিক আইনের মৌলিক নীতির নিয়মতান্ত্রিক লঙ্ঘনের ইঙ্গিত দিচ্ছে এই প্রতিবেদন।
ইসরায়েলকে আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে চলার আহ্বান জানিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের প্রধান ভলকার তুর্ক বলেছেন, ‘যুদ্ধের নিয়মকে অবজ্ঞা করছে ইসরায়েল।’
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধে অন্তত ৪৩ হাজার ৪৬৯ জন ফিলিস্তিনি নিহত ও ১ লাখ ২ হাজার ৫৬১ জন আহত হয়েছেন।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন