ঢাকায় নয়, কলকাতায় শুটিং শুরু করলেন শুভ

চলচ্চিত্র তারকা আরেফিন শুভ অনেক ধরেই শুটিং নেই। বছরের শুরুতে মায়ের মৃত্যু আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার নিজের বিচ্ছেদের খবর দেয়া ছাড়া কার্যত কোনো সংবাদ মাধ্যমে নেই তিনি। তবে গেল বছর মুজিব একটি জাতির রূপকার সিনেমা দিয়ে তুমুল আলোচনায় ছিলেন দেশ জুড়ে এমনকি দেশের বাইরেও।

তবে আজ আরিফিন শুভর দেশের বাইরের একটি শুটিং এ অংশ নেয়ার খবর পাওয়া গেলো।

পাশের দেশ ভারতের পশ্চিমবঙ্গের নতুন সিরিজ জ্যা়জ় সিটি’শুটিং শুরু করলেন এই অভিনেতা। সিরিজটি পরিচালনা করেছেন সৌমিক সেন।

 


 

কলকাতার দৈনিক আনন্দবাজার অনলাইন সুত্রে জানা গেছে, সিরিজটিতে তুলে ধরা হয়েছে সত্তর দশকের জ্যাজ ক্লাবের গল্প। শুটিংয়ের জন্য কলকাতা শহরের বুকে গড়ে উঠতে চলেছে জ্যাজ় ক্লাব! ২০-২৫টি টেবিল সাজানো।

১০০-১৫০ জনের বসার আয়োজন। ক্লাবের আবহে সময় সত্তরের দশক! যে সময় পার্ক স্ট্রিটে ‘ক্লাব সংস্কৃতি’র সুবাদে পাশ্চাত্য গানের রমরমা। তিনি সেটে এক টুকরো পুরনো কলকাতাকে মনের মতো করে বানিয়ে নিচ্ছেন পরিচালক। তার আগে গত সাত দিন ধরে শুটিং চলছে তাঁর নতুন সিরিজ় ‘জ্যা়জ় সিটি’র।

এই জন্যই গড়ে উঠবে জ্যাজ় ক্লাব। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এই সিরিজ়ের পটভূমিকায়। সেখানেই নায়কের চরিত্রে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। শুটিংয়ে যোগ দিতে শুক্রবার তিনি পা রেখেছেন কলকাতায়। সিরিজ়টি দেখা যাবে সোনি লিভ ওয়েব প্ল্যাটফর্মে।

 

২০২৩-এ সাড়া ফেলে দিয়েছিল সিরিজ় ‘জুবিলি’। সৌমিক সিরিজ়টির সহ-স্রষ্টা। বিক্রম মোতওয়ানের পরিচালনায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অদিতি রাও হায়দারি, অপারশক্তি খুরানা, রাম কপূর তুলে ধরেছিলেন বলিউডের জন্মকাহিনি। হিমাংশু রায়-দেবিকা রানির উত্থান, সেই সময়ের বিনোদন দুনিয়ার গল্প বুনেছিলেন তিনি। এ বারেও তাঁর সিরিজ়ে নানা চমক। যেমন, আরিফিনের বিপরীতে দেখা যাবে সৌরসেনী মিত্রকে। খবর, ইতিমধ্যেই তিনি শুটিং শুরু করে দিয়েছেন। এ ছাড়াও রয়েছেন, টলিউড এবং বলিউডের একাধিক অভিনেতা। ফেব্রুয়ারি পর্যন্ত সিরিজ়ের শুটিং চলবে। সম্ভবত, বাংলাদেশে সিরিজ়ের কোনও শুটিং হবে না।

ইংরেজি-সহ নানা ভাষার গান শোনা যাবে সিরিজ়ে। একাধিক সুরকার এবং গীতিকার থাকলেও পরিচালক নাকি একটি নারীকণ্ঠ ব্যবহার করতে চলেছেন। মুম্বইয়ের এক জ্যাজ় গায়িকার কণ্ঠ শুনতে পাবেন সবাই। গায়িকা সৌমিকের হাত ধরে প্রথম হিন্দি বিনোদন দুনিয়ায় পা রাখতে চলেছেন।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন