খোলা আকাশের নীচে প্রাণভয়ে ৪দিন পালিয়ে থাকার পর অবশেষে সেনাবাহিনীর সহযোগিতায় ৫টি পরিবার বাড়ি ফিরে হতবাক! প্রতিপক্ষের হামলায় ঘরবাড়ি ভাংচুর, টাকা, স্বর্ণালংকার ও গবাদি পশু সহ ২০ লাখ টাকার মালামাল লুটপাটের অভিযোগ! বাদ যায়নি প্রতিবন্ধীর পরিবারও! নেই মাথা গোজার ঠাঁই! মৌলভীবাজার সদর উপজেলার আগিউন গ্রামে ঘটেছে এক নারকীয় তান্ডব!
পূর্ব শত্রুতার জের ধরে রক্তক্ষয়ী সংঘর্ষে এক ব্যক্তি নিহতের ঘটনায় ৫টি পরিবারের বাড়ি ঘরে অস্ত্রের মূখে জিম্মি করে হামলা ও লুটপাট করে ঘরের মালামাল ভাংচুর, টাকা, স্বর্ণালংকার, গবাদি পশু সহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুটপাট ও ভাংচুরের গুরুতর অভিযোগ পাওয়া গেছে৷
মামলা ও হামলায় ভয়ে ৫টি পরিবারের লোকজন তাদের গৃত পালিত পশু গরু, হাস, মোরাগ সহ যাবতীয় জিনিসপত্র রেখে বিভিন্ন স্থানে পাগলের ন্যায় জীবন যাপন করে আসছিলেন। এতে নিরুপায় হয়ে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মৌলভীবাজারে ১১ জনের নাম উল্লেখ করে গত ২৭ অক্টোবর ২০২৪ইংরেজী তারিখে একটি মামলা দায়ের করেন আয়শা বেগম নামের এক মহিলা।
এ মামলার খবর পেয়ে আসামীরা নানাভাবে প্রাণনাশের হুমকি ধামকিতে এক অজানা আতঙ্কে ঘরবাড়ি রেখে পাগলের ন্যায় পালিয়ে বেড়াচ্ছিলেন৷ অবশেষে গত ৩ নভেম্বর বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার ক্যাম্পে অসহায় ও নির্যাতিত পরিবারের পক্ষে আয়শা বেগম একটি লিখিত অভিযোগ দিলে ঐ অভিযোগটি আমলে নেন সেনাবাহিনী৷ এরই প্রেক্ষিতে গত শুক্রবার ৮ নভেম্বর বিকেলে ঘরবাড়ি ছাড়া ৫ মহিলাকে নিয়ে তাদের বাড়িতে স্থানীয় সাবেক ইউপি সদস্যের মাধ্যমে পাঠান।
অভিযোগে আরো জানাযায়, গত ১৩ অক্টোবর পূর্ব বিরুদ্ধের জের ধরে মৌলভীবাজার জেলা থানার ৪নং আপার কাগাবলা ইউনিয়নের আগিউন গ্রামের মিঠু মিয়া ও ফখরুল ইসলামের লোকজনের মধ্যে মারামারি হয়। এক পর্যায়ে সংঘর্ষে ফখরুল ইসলাম মারা জান। এ হত্যাকান্ডের ঘটনায় নিরীহ পরিবারের লোকজনকে আসামী দিয়ে মামলা দায়ের করা হয়৷ যারা এই ঘটনার সময় এলাকায় ছিলেন না তারাও আসামী হয়েছেন বলে অভিযোগ উঠেছে৷ এর মধ্যে মামলার ভয়ে বাড়িতে পুরুষ শূন্য থাকায় অস্ত্রের মুখে জিম্মি করে তাদের বাড়ি ঘরে হামলা, লুটপাট ও ভাংচুর করে প্রায় ২০লক্ষ টাকার মালামাল নিয়ে যায় হামলাকারীরা। এতে বাদ পড়েনি প্রতিবন্ধীর পরিবারও। এবং যাওয়ার সময় তাদের বাড়ি থেকে তাদের প্রাণনাশের হুমকি দিয়ে তাড়িয়ে দেয়।
অভিযোগকারী আয়েশা বেগম সহ আরো অনেকেই বলেন, ৫টি পরিবারের সারা জীবনের সবটুকু কামাই অর্থ সম্পদ একদিনের সন্ত্রাসীদের তান্ডবলীলায় সর্বশান্ত হয়ে পড়েছে পরিবারগুলো৷
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন