শুটিংয়ে আহত হয়েছেন শাকিব খান

দেশের চলচ্চিত্র তারকা শাকিব খান আহত হয়েছেন। ভারতের মুম্বাইয়ে ‘বরবাদ’ ছবির শুটিং চলাকালে তিনি আহত হন বলে জানা গেছে। তবে আহত হলেও গতকাল মধ্যরাত অবধি শুটিং চালিয়ে যান তিনি।

জানা গেছে, ফ্লোরের একটি দরজায় ধাক্কা লেগে প্রচণ্ড আঘাত পান শাকিব খান।

চোখের ঠিক ওপরে এই আঘাত লেগেছে বলে বিষয়টি নিশ্চিত করেছে সিনেমাটির পরিচালক মেহেদী হাসান।

 

পরিচালক জানান, শাকিব খানকে দ্রুত মুম্বাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে সিটি স্ক্যান করানো হয়। চিকিৎসক জানান, আপাতত ভয়ের কোনো কারণ নেই।

তবে ব্যথানাশক ওষুধ দিয়েছেন।

 

ঘটনার বিবরণ দিয়ে নির্মাতা গণমাধ্যমকে বলেন, ‘আমাদের একটি দৃশ্য ছিল—দরজা খুলে বের হয়ে যাবেন শাকিব ভাই। সেভাবেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়। হঠাৎ সেই দরজা খুলতে গিয়ে শাকিব ভাইয়ের কপালে আঘাত লাগে।

এতে ভ্রুর কিছু অংশ কেটে যায়। আঘাতের সঙ্গে সঙ্গে আমরা শুটিং বন্ধ করে দিই। পাশেই একটি হাসপাতাল ছিল, সেখানে ছুটে যাই। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করাই। চিকিৎসক আমাদের আশ্বস্ত করেন, ভয়ের কিছু নেই।

প্রয়োজনীয় সব ওষুধ দিয়েছেন।’

 

জানা যায়, ট্রিটমেন্টের পরেই আবার ফ্লোরে ফিরেছেন শাকিব খান। সন্ধ্যায় ফেরার পর সেদিন রাত ১২টা পর্যন্ত শুটিং করেন তিনি।

 ‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে আছেন ‘প্রিয়তমা’ ছবির আলোচিত নায়িকা ইধিকা পাল। অ্যাকশন ও রোমান্টিক ধাঁচের এই সিনেমা আগামী বছরের ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন