ভেন্যু বদলে অনুষ্ঠিত হচ্ছে ‘ঢাকা রেট্রো’ কনসার্ট

ব্যান্ডপ্রেমীদের জন্য লোভনীয় আয়োজন ‘ঢাকা রেট্রো’ কনসার্ট। কারণ এতে পারফরম করবে গত শতকের নব্বইয়ের দশক মাতানো চার ব্যান্ড ‘মাইলস’, ‘নগরবাউল’, ‘আর্ক’ ও ‘দলছুট’। ১৮ অক্টোবর ঢাকা অ্যারেনায় কনসার্টটি হওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে স্থগিত করে আয়োজক ব্লু ব্রিক কমিউনিকেশনস। সপ্তাহ তিনেক পর ভেন্যু বদলে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ কনসার্ট।

 

১৫ নভেম্বর ঢাকার সেনা প্রাঙ্গণে বসবে গানের এ আসর। এতে চারটি ব্যান্ড ছাড়াও পারফরম করবেন জনপ্রিয় গিটারিস্ট অনি হাসান। এ ছাড়া থাকছে রক কিংবদন্তি আইয়ুব বাচ্চুর স্মরণে একটি ট্রিবিউট পরিবেশনা। শো শুরু হবে বিকেল ৫টায়।

 

 

 

কনসার্টের বেশির ভাগ টিকিট আগেই কেটে রেখেছে দর্শক। তবে যারা এখনো আগ্রহী তারা চাইলে গেটসেটরক-এ প্রবেশ করে টিকিট সংগ্রহ করতে পারবে। দাম পড়বে দুই হাজার ৪০০ [ভিআইপি] ও এক হাজার ৪০০ [সাধারণ]।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন