ইঞ্জিন ও বগির মাঝে আটকে প্রাণ হারালেন ভারতীয় রেলকর্মী

স্টেশনে এসে ট্রেন থামার পর ইঞ্জিন বদলানোর জন্য কাপলিং খুলতে গিয়ে ঘটল দুর্ঘটনা। ইঞ্জিন ও বগির মাঝে আটকা পড়ে মৃত্যু হলো এক রেলকর্মীর। ভারতের বিহার রাজ্যের বেগুসরাইয়ের বারাউনি স্টেশনে শনিবার দুর্ঘটনাটি ঘটেছে। দেশটির গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

 

মৃত রেলকর্মীর নাম অমর কুমার রাও। তিনি সোনপুর রেলওয়ে ডিভিশনে কাজ করতেন। এদিন বারাউনি স্টেশনে লখনউ-বারাউনি এক্সপ্রেস পৌঁছনোর পর অমরের কাঁধে দায়িত্ব পড়ে ট্রেন থেকে ইঞ্জিনকে আলাদা করার। সেই কারণে লাইনে নেমে ইঞ্জিন ও বগির মাঝের কাপলিং খোলার কাজ করছিলেন তিনি।

আচমকাই ইঞ্জিনটি পেছনের দিকে সরে আসে। ফলে ইঞ্জিন ও বগির মাঝখান থেকে আর বের হতে পারেননি অমর।

 

অমরের চিৎকারে বিষয়টি নজরে আসে স্টেশনে থাকা রেলকর্মীদের। কিন্তু বিষয়টি চালককে জানানোর আগেই ইঞ্জিন ছেড়ে চালক চলে গিয়েছিলেন।

তাকে খুঁজে এনে ইঞ্জিন আবার সামনের দিকে সরানোর কাজ করতে অনেক সময় লেগে যায়। অবশেষে অমরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।

 

এদিকে দুর্ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কার গাফিলতিতে ওই রেলকর্মীর মৃত্যু হলো তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন