ট্রাম্প ও জেলেনস্কির ফোনালাপ, যুক্ত ছিলেন ইলন মাস্ক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের ফোনালাপের সময় যুক্ত ছিলেন ধনকুবের ব্যবসায়ী ইলন মাস্ক। ওয়াশিংটন পোস্ট ও অ্যাক্সিওসের উদ্ধৃতি দিয়ে এএফপি শনিবার এ খবর জানিয়েছে।

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে শনিবার বলা হয়েছে, প্রেসিডেন্ট নির্বাচনের পরের দিন ট্রাম্প ও জেলেনস্কি ২৫ মিনিট কথা বলেন।

এ সময় ট্রাম্প বলেন, তিনি ইউক্রেনকে সমর্থন করবেন। তবে কিভাবে করবেন, সে ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি।

 

এ ছাড়া মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ইলন মাস্ক ইউক্রেনের প্রেসিডেন্টকে বলেছেন, তিনি স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে ইউক্রেনের প্রতি সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখবেন।

ফোনালাপের খবর এমন সময় সামনে এলো, যখন ট্রাম্প তার শীর্ষ উপদেষ্টা ও মন্ত্রিসভার সদস্যদের নির্বাচন প্রক্রিয়ায় এগোচ্ছেন।

ট্রাম্প বলেছেন, তিনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ও টেসলার সিইও ইলন মাস্ককে তার প্রশাসনে সরকারি দক্ষতা বাড়াতে দায়িত্ব দেবেন। 

 

এর আগে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এক্স পোস্টে ট্রাম্পকে অভিনন্দন জানান জেলেনস্কি। ট্রাম্পের বিজয়কে ‘চমকপ্রদ’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘আমি গত সেপ্টেম্বরে ট্রাম্পের সঙ্গে বৈঠকের কথা স্মরণ করছি। সে সময় আমরা ইউক্রেন-যুক্তরাষ্ট্র নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।

কৌশলগত অংশীদারি, বিজয় পরিকল্পনা ও ইউক্রেনের বিরুদ্ধে রুশ আগ্রাসন বন্ধ করার উপায় নিয়ে আলোচনা করেছি।’

 

জেলেনস্কি আরো বলেন, ‘বৈশ্বিক বিষয়ে শক্তির মাধ্যমে শান্তি পদ্ধতির প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিশ্রুতিকে আমি প্রশংসা করি। শুধু এই নীতিই ইউক্রেনে শান্তি আনতে পারে। আমি আশাবাদী, আমরা একসঙ্গে এটি কার্যকর করব।’

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন