গত ১৭ আগস্ট ২০২৪ ব্রিটিশ-বাংলাদেশী টিচার্স এসোসিয়েশন (BBTA) তাদের বাৎসরিক বনভোজনের আয়োজন করে লন্ডনের ভিক্টোরিয়া পার্কে।
শিক্ষকরা অত্যন্ত আনন্দঘন মুহূর্তে তাদের পরিবার নিয়ে বিভিন্ন ধরনের খেলাধুলায় অংশগ্রহণ করেন । এটা শুধু বনভোজনই নয়, সারা বছর স্কুলে চাপের মধ্যে কাজ করার ফলে শিক্ষকদের মানসিক প্রশান্তির জন্য এরকম আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সাংস্কৃতিক সম্পাদক ও বনভোজন কমিটির কর্ডিনেটর মুঞ্জারিন রশিদের নেতৃত্বে এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির এর সহযোগিতায় বিভিন্ন ধরনের খেলাধুলার মধ্যে ছিল ফুটবল, দৌড়, হাঁটা, হাড়িভাঙ্গা, ব্যাডমিন্টন, পাস দা পার্সেল এবং আরো অনেকগুলো। এ আয়োজনে প্রায় একশত লোকের সমাগম হয়।
এসোসিয়েশনের সদস্যবৃন্দ সহ তাদের পরিবার, বন্ধু-বান্ধব এবং কমিউনিটির কয়েকজন পরিচিত ব্যক্তিত্বও উপস্থিত ছিলেন ।
বনভোজনে অন্যতম আকর্ষণীয় বিষয় ছিল ভোজবিলাস।
শিক্ষক ও শিক্ষয়িত্রিরা তাদের স্বহস্তে রান্না করা বিভিন্ন ধরনের খাবার সবাই শেয়ার করে খুবই আনন্দ উপভোগ করেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং উপস্থিত অতিথিবৃন্দের উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে প্রায় ছয়টার দিকে অনুষ্ঠানের সমাপনী টানা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন