লন্ডনে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্যা ইউ কের (ডোয়াইউকে) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্যা ইউ কের বার্ষিক সাধারণ সভা বিগত ৩রা নভেম্বর রবিবার বেলা সাড়ে বারোটায় ইস্ট লন্ডনের কমার্শিয়াল রোডস্হ  লন্ডন  এন্টারপ্রাইজ একাডেমিতে অনুষ্ঠিত হয়।
প্রশান্ত পুরকায়স্থ বিইএম-এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আ ফ মেসবাহ  উদ্দিন ইকো । প্রাথমিকভাবে অনুষ্ঠানের সূচনা করেন এরিনা সিদ্দিকী এবং মোহাম্মদ কামরুল হাসান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান তেলাওয়াত করেন মীর বেলাল শরীফ ও গীতা পাঠ করেন হারাধন ভৌমিক।
বার্ষিক সাধারন সভার শুরুতেই সভাপতি প্রশান্ত পুরকায়স্হ বিইএম
উপস্থিত সবাইকে স্বাগত জানান।
সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দিন ইকো ২০২৩-২৪ কর্ম-বছরের বিভিন্ন কার্যক্রম ও কর্মকাণ্ড সম্বলিত প্রতিবেদন এবং কোষাধ্যক্ষ সৈয়দ জাফর হিসাব বিবরণী পেশ করেন। দপ্তর সম্পাদক মিজানুর রহমান গত দ্বিবার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ করেন। সভায় এসব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সদস্যদের মতামতের ভিত্তিতে, সভায় ডোয়াইউকের সংবিধান সংশোধন করে আজীবন সদস্যভূক্তির জন্য  নিয়মাবলী সংযোজন করা হয়।
সভায় উপস্হিত সদস্যবৃন্দ তাদের মূল্যবান বক্তব্যের মাধ্যমে বিগত বছরের কার্যক্রমের ভূয়সী প্রশংসা ও এসবের প্রতি অকুন্ঠ সমর্থন ব্যক্ত করেন।
সংগঠনটির প্রতিষ্ঠা, পরিচালনা ও বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ষোলজন সদস্যের নাম ঘোষণা করা হয় এবং উপস্হিত এগারোজনকে উত্তরীয় পরিধান করানোর মাধ্যমে সম্মান জানানো হয়। স্বীকৃতিপ্রাপ্তগন হচ্ছেনঃ মোহাম্মদ আবুল হাসেম, মোহাম্মদ হাবীব রহমান, শাহগীর বখত ফারুক, রাজিয়া বেগম, দেওয়ান গৌস সুলতান, মোহাম্মদ আব্দুর রাকীব, আবু মুসা হাসান, ইসমাইল হোসেন, মোহাম্মদ আব্দুল হান্নান, মাহফুজা রহমান, নাজির উদ্দিন চৌধুরী, সৈয়দ সাজিদুর রহমান ফারুক, মারুফ আহমেদ চৌধুরী, মোহাম্মদ আবুল কালাম, সৈয়দ সামাদুল হক, সহুল আহমেদ মকু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাবিব রহমান, শাহরিয়ার বখত ফারুক, দেওয়ান গৌস সুলতান, মাহফুজা রহমান, ইসমাইল হোসেন, মারুফ আহমেদ চৌধুরী, সাজেদুর রহমান ফারুক, মতিন চৌধুরী ও আসাব বেগ।
উপস্থিত সদস্যবৃন্দের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
পরিশেষে সন্মানিত সদস্যবৃন্দকে ধন্যবাদ জানিয়ে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন