সুনামগঞ্জে শিক্ষক নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ

সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহতের প্রতিবাদে সুনামগঞ্জ প্রাইমারি টিচার্স ইন্সটিটিউটের সামনে সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে প্রশিক্ষণার্থী ও শিক্ষার্থীবৃন্দ।
 

রবিবার সকাল সাড়ে ১০ টা থেকে ঘন্টা ব্যাপি এই কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে কর্মসূচি স্থগিত করে সড়ক অবরোধ তুলে নেয় আন্দোলনকারী শিক্ষকরা।
 

 

 

আন্দোলনরত শিক্ষকরা জানান, গত বুধবার রাতে পিটিআই স্কুলে আসার সময় রাস্তা পারাপার করছিলেন প্রশিক্ষনার্থী শিক্ষক রাজীব চৌধুরী। এসময় বেপরোয়া গতিতে একটি  অটোরিকশা রাজীবের উপর উঠে যায়। এতে তিনি গুরুতর আহত হলে তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল নিয়ে যাওয়া হয়। সেখা ৩ দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মারাযান শিক্ষক রাজীব চৌধুরী।
 

আন্দোলনরত শিক্ষকরা দাবি করেন, পিটিআই স্কুলের শিক্ষক  রাজীব চৌধুরীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার ৫ দিন পার হলেও ঘাতক চালককে গ্রেফতার না করায় প্রতিবাদ জানান শিক্ষকরা। অনতিবিলম্বে ঘাতক চালক হুমায়ুনকে গ্রেফতার না করা হলে কঠিন কর্মসূচির হুঁশিয়ারি প্রদান করেন তারা।

কর্মসূচি চলাকালে আন্দোলনরত শিক্ষকরা সড়কের দুইপাশ বন্ধ করে ঘাতক চালকের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান প্রদান করেন। এতে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী ও পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন নেতৃবৃন্দ।
 

 

বিক্ষোভ চলাকাললে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- শিক্ষক নেতা হারুন রশীদ, বাদল তালুকদার, বিপ্লব চন্দ্র দাস, আতাউর রহমান, আরতি তালুকদার, সাদিয়া ইসলাম মৌ, বিবেকানন্দ দাশ, ইজ্জত আলী, রোকশানা ইয়াসমিন প্রমুখ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন