এই সময়ের তরুণ প্রযোজক খালেদ সজীব। যুক্ত আছেন বঙ্গ বিডি’র সঙ্গে। দীর্ঘসময় ধরে তিনি নাটক ও চলচ্চিত্র এবং ওটিটি কনটেন্ট প্রযোজনার সঙ্গে যুক্ত। সঙ্গে গল্পকারও।
নিজের পেশাসহ বিভিন্ন বিষয়ে তিনি সঙ্গে কথা বলেছেন এই প্রযোজক।
কবে থেকে কনটেন্ট প্রযোজনার সঙ্গে যুক্ত হলেন?
সঠিক সময় বলা কঠিন। যতদূর মনে পড়ে ২০১৮ সাল থেকে শুরু করেছি। হঠাৎ করেই শুরু।
আমি এখন যেখানে কাজ করি অর্থাৎ বঙ্গ বিডি তে কাজ করার সময় একটা প্রজেক্টে কিছু কনটেন্ট কম ছিল। তারপর আমাকে বলা হলো নতুন কিছু কনটেন্ট যেন আমি প্রডিউস করি। ওই সময় বিষয়টা আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিলো। কিন্তু শেষমেষ উতরে গিয়েছিলাম।
সেভাবেই শুরু বলতে পারেন।
এই কিছু থাকতে এই পেশায় যুক্ত হওয়ার কারণ কী?
কারণটাও বলা কঠিন। আমি যখন ঢাকায় আসি তখন থেকে গল্প নিয়ে কাজ করতে ভালো লাগত। এবং দেশের অনেক পরিচালকদের সঙ্গে আড্ডার সুবাদে শিল্পীদের সঙ্গে সম্পর্ক তৈরি হয়। আর আগেই বললাম আমার অফিস আমাকে আগ্রহী করে তুলেছে।
এভাবেই শুরু। এবছরও ২০টির বেশি গল্প আমি প্রডিউস করেছি। আগের বছরও বেশ কিছু করেছি। সবগুলোই দর্শক মোটামুটি পছন্দ করেছেন।
আপনার প্রযোজনা করা সেরা কাজ কোনগুলো।
আমার প্রতিটি কাজই খুব পছন্দের। এরমধ্যে মিজানুর রহমান আরিয়ানের নাটক ‘কখনো না কখনো’, কিছুদিন আগে মুক্তি পাওয়া নাটক ‘কাঁটা’, ওয়েব সিরিজ ‘সদরঘাটের টাইগার’, সম্প্রতি মুক্তি পাওয়া ‘ইন্দ্রজাল’সহ অনেকগুলো প্রজেক্ট খুব প্রিয় আমার।
দেশের সার্বিক অবস্থায় বিনোদন জগতে এই পেশাটা ঝুকিপূর্ণ কিনা?
একটু ঝুকিপূর্ণ। কারণ এখন যে অবস্থা তাতে একটু কঠিন। এখন যে কোনো কারণে শুটিং বন্ধ হয়ে যায়। শুটিং বন্ধ মানে প্রোডাকশন বন্ধ, রিলিজ বন্ধ, ডিস্ট্রিবিউশন বন্ধ, টাকা-পয়সা রোল হওয়া বন্ধ। তাই আমি বলবো, সব কিছুর মতো শুটিং এর জন্যও দেশে স্থিরতা দরকার।
কোনো কনটেন্ট প্রযোজনা করার ক্ষেত্রে কি কি বিষয় খেয়াল রাখতে হয়?
আমরা যেহুতু কর্মাশিয়াল বিষয়গুলো মাথায় রাখি, তাই বলব সবার আগে খেয়াল রাখতে হবে আমরা কনটেন্টটা কার জন্য বানাচ্ছি সেটা। তাদের টেস্ট, ইচ্ছা, আগ্রহ, এসব মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত, যেটাই আপনি বানাবেন সেটার মার্কেট ট্রেন্ড কতটুকু? আমি যেটাই বানালাম সেটা কেউ দেখলো না, তাহলে সব চেষ্টাই বৃথা। ওইটা আমি সাপোর্ট করিনা। এটার সঙ্গে দরকার কোয়ালিটিফুল গল্প এবং চিত্রনাট্য। এটা ভালো না হলে কোনোভাবেই মানুষ দেখবে না। আমি আসলে যে টাকাটা লগ্নি করছি সেটা রিটার্ন আসবে কিনা এটা মাথায় নিতে হবে। আর আমার ব্যক্তিগতভাবে নতুন ট্যালেন্টদের সঙ্গে সঙ্গে কাজ করতে ভালো লাগে। তাই আমি নতুনদের সঙ্গে কাজ করতে বেশি পছন্দ করি।
নতুন যারা এই পেশায় আসতে চায় তাদের জন্য পরামর্শ কি?
এই পেশার জন্য পড়াশোনা করতে হবে। গল্প পড়তে হবে। গল্প বুঝতে হবে। পড়ে এই পেশায় আসলে খুব ভালো। আমার মতো যারা আসবে তাদের হয়তো সময় লাগবে (হাসি)।
নিজেকে কতদূর নিয়ে যেতে চান?
নিজেকে নিয়ে অতকিছু ভাবিনা। আমি চাই ভালো গল্প মানুষের কাছে বলতে। মানুষ যখন দেখে যে আমি ভালো গল্প প্রডিউস করেছি তখনই ব্যাপারটা আমার জন্য শান্তির হয়ে যায়। তাই নাটক, ওটিটি কনটেন্ট বা সিনেমা যেটাই হোক, মানুষ যেন আরাম করে দেখতে পারেন সেটাই করে যেতে চাই।
ধন্যবাদ আপনাকে।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন