রিয়াল যেন ‘হাসপাতাল’, কীভাবে সামলাবেন আনচেলত্তি?

লা লিগায় গত রাতে দুর্দান্ত এক জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়ুসের হ্যাটট্রিকে ৪-০ গোলে ওসাসুনাকে উড়িয়ে দিয়েছে লিগ চ্যাম্পিয়নরা। কিন্তু জয়ের ম্যাচে হারিয়েছে তিনজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে। চোট নিয়ে মাঠ ছেড়েছেন তারা।

 

 

এই মৌসুমে এমনিতেই চোট জর্জরিত রিয়াল স্কোয়াড। তবে নতুন করে তিনজনের চোট অস্বস্তিতেই ফেলেছে কার্লো আনচেলত্তিকে।

ওসাসুনার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধেই চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে রিয়ালের তিন খেলোয়াড় এডার মিলিতাও, লুকাস ভাসকেজ ও উইঙ্গার রদ্রিগোকে। এর মধ্যে স্ট্রেচারে করে মাঠ ছাড়া মিলিতাওয়ের ডান হাঁটুর লিগামেন্টই ছিঁড়ে গেছে বলে জানা গেছে।

অস্ত্রোপচার করাতে হবে। ৯ মাস মাঠের বাইরে থাকতে হবে এই ডিফেন্ডারকে। এ মৌসুমে তার আর মাঠে নামার সম্ভাবনা নেই।

 

১

গত মৌসুমের শুরুর দিকেও চোটে পড়েছিলেন মিলিতাও।

ছিঁড়ে গিয়েছিল বাঁ হাঁটুর লিগামেন্ট। ২৩২ দিন পর এ বছরের মার্চে মাঠে ফিরে রিয়ালকে চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা শিরোপা জেতাতে অবদান রাখেন। 

 

আরেক ডিফেন্ডার ভাসকেজের ফিরতে সময় লাগবে তিন সপ্তাহ। আশা করা যাচ্ছে ডিসেম্বরের শুরুর দিকে মাঠে ফিরতে পারেন তিনি। রদ্রিগোর ফিরতে ১ মাস লেগে যাবে।

চোট কাটিয়ে এই ম্যাচ দিয়ে ফিরছিলেন তিনি। তবে ২০ মিনিটের বেশি খেলতে পারলেন না। তিনজনের কেউই খেলতে পারবেন না লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের পরের ম্যাচটি। 

 

এর আগে চোটের কারণে মৌসুম শেষ হয়ে গেছে অভিজ্ঞ ডিফেন্ডার দানি কারভাহালেরও। অ্যাঙ্কেল মচকে যাওয়া চুয়ামেনির ডিসেম্বরের আগে ফেরার সম্ভাবনা নেই। আলাবা ফিরতে পারেন এ মাসের মাঝামাঝি সময়ে। মাংসপেশির চোট পড়া দলের প্রধান গোলকিপার থিবো কোর্তোয়া অনুশীলনে ফিরলেও পুরোপুরি সেরে না ওঠা পর্যন্ত তাঁকে খেলানোরও ঝুঁকি নেবে না রিয়াল। আনচেলত্তির দাবি, ঠাসা সূচির কারণে খেলোয়াড়দের চোটে পড়ার মাত্রা বেড়ে গেছে। 

সামনে দুই সপ্তাহ আন্তর্জাতিক বিরতি। এর পর ২৪ নভেম্বর লেগানেসের বিপক্ষে মাঠে নামবে রিয়াল। ওই ম্যাচের পরে লিভারপুলের সাথে চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ। 

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন