ইউক্রেনে অক্টোবরে রাশিয়ার সর্বোচ্চ ক্ষতি হয়েছে : ব্রিটেন

রাশিয়ার সেনারা সম্প্রতি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের ইতিহাসে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে। ব্রিটেনের সশস্ত্র বাহিনীর প্রধান রবিবার এ তথ্য জানিয়েছেন। ব্রিটিশ প্রতিরক্ষাপ্রধান টনি রাডাকিন বিবিসিকে বলেন, অক্টোবর মাসে প্রতিদিন প্রায় দেড় হাজার রুশ সেনা হতাহত হয়েছে।

রাশিয়া তাদের যুদ্ধে নিহতের সংখ্যা প্রকাশ করে না।

তবে রাডাকিন জানান, গত মাসের এই ক্ষতি ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ আকারে হামলা শুরুর পর থেকে সবচেয়ে বড়।

 

ব্রিটিশ প্রতিরক্ষাপ্রধান বলেন, ‘রাশিয়া প্রায় সাত লাখ মানুষের মৃত্যু বা আহত হওয়ার পথে রয়েছে। পুতিনের উচ্চাকাঙ্ক্ষার কারণে রুশ জাতিকে যে বিশাল যন্ত্রণা সহ্য করতে হচ্ছে, সেটি অবর্ণনীয়।’

এ ছাড়া যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনীর প্রধান স্বীকার করেছেন, রাশিয়া কিছুটা ভূখণ্ড দখল করছে, তবে এসব ক্ষতি শুধু ‘সামান্য জমির বিনিময়ে’।

তিনি আরো বলেন, রুশ সরকার তাদের সরকারি ব্যয়ের ৪০ শতাংশের বেশি প্রতিরক্ষা ও নিরাপত্তায় ব্যয় করছে, যা দেশের ওপর ‘এক বিশাল চাপ’ সৃষ্টি করছে।

 

রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে ইউক্রেনের সবচেয়ে দৃঢ় সমর্থকদের মধ্যে ব্রিটেন অন্যতম। তারা কিয়েভকে সামরিক সহায়তার জন্য কোটি কোটি পাউন্ড দেওয়ার পাশাপাশি অস্ত্র ও সামরিক প্রশিক্ষণও প্রদান করছে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় সত্ত্বেও ইউক্রেনের প্রতি ব্রিটেনের ‘অটল’ সমর্থন বজায় থাকবে।

 

ইউক্রেনের ‘যত দিন প্রয়োজন’ যুক্তরাজ্য তত দিন সহায়তা দেবে পুনর্ব্যক্ত করে রাডাকিন বলেন, ‘এটাই প্রেসিডেন্ট পুতিনের উপলব্ধি করা উচিত এবং এটি ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির জন্য আশ্বাসবাণী।’

সূত্র : এএফপি

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন