সিলেটে র‍‍্যাবের হাতে যুবলীগ ক্যাডার ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

সিলেটে র‍‍্যাবের হাতে এক যুবলীগ ও এক ছাত্রলীগ নেতা গ্রেফতার হয়েছেন। তারা দুজনই ছাত্র-জনতার আন্দোলনের সময় সহিংসতা সৃষ্টি ও আন্দোলনকারীদের উপর হামলাকারী। র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯ এর দুটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। 

 

 

 


র‍‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান জানান- সোমবার (১১ নভেম্বর) বিকাল ৫টার দিকে সিলেটের শাহপরাণ থানাধীন একটি এলাকা থেকে যুবলীগ ক্যাডার জুমায়েল ইসলাম চৌধুরী (৩৮)-কে গ্রেফতার করা হয়। তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার রসুলপুর (ব্রাহ্মণগ্রাম) গ্রামের মো. আব্দুল হান্নান চৌধুরীর ছেলে। জুমায়েল শাহপরান বাইপাস এলাকায় বসবাস করতেন। তার বিরুদ্ধে ৭ নভেম্বর নাশকতা, সহিংসতা, হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্যাদি আইনে মামলা (কোতোয়ালি থানার এফআইআর নং-১৪/৪৯৫) দায়ের করা হয়। 

 

এদিকে, র‍‍্যাব-৯ অপর একট টিম সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট এয়ারপোর্ট থানাধীন একটি এলাকা থেকে মহানগর ৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আফছর মিয়া (৩৫)-কে গ্রেফতার করেছে। তিনি এয়ারপোর্ট থানার বাদামবাগিছা এলাকার আব্দুল মতিনের ছেলে। তার বিরুদ্ধে ২১ অক্টোবর নাশকতা, সহিংসতা, হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্যাদি আইনে মামলা (এয়াপোর্ট থানার এফআইআর নং-৭/১৪৪) দায়ের করা হয়। 

 


গ্রেফতারের দুজনকে সংশ্লিষ্ট থানাপুলিশের কাছে হস্তান্তর করে র‍‍্যাব-৯। পরে মঙ্গলবার তাদের আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন