মৌলভীবাজারের কুলাউড়ায় বিশ্ব নিউমোনিয়া দিবস পালিত

কুলাউড়া প্রতিনিধি //

মৌলভীবাজারের কুলাউড়ায় বিশ্ব নিউমোনিয়া দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তায় এবং মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে উপজেলার বরমচাল মিশনে এ দিবস পালন করা হয়।

প্রকল্প ব্যবস্থাপক মি.পিউস প.স্না এর সভাপতিত্বে ও সিএসপি ইমপ্লিম্যান্টর আলমিনা খংটাংকুটে সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সাবেক স্বাস্থ্যকর্মী, হান্স ব্যাচ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রকল্প পরিচালনা কমিটির চেয়ারম্যান মৃত্যুঞ্জয় তালুকদার।

 

 

বিশেষ অতিথি ছিলেন- বরমচাল ইউনিয়নের মেম্বার চন্দন কুর্মী, প্রকল্পের হিসাবরক্ষক এডেন্টিনা লামিন, সমাজকর্মী ঊর্মিমালা রিছিল, বিলিভ সুছিয়াং, মিখায়েল নংরুম, শিক্ষক সৌরভ তপ্ন ,রিবিকা বেপারী, রাহেল মুন্ডা, অভিষেক লংডঃকিরি এবং ইউরেকা লাংছিয়াং প্রমুখ।
অনুষ্ঠান শেষে অংশগ্রহনকারী ১৫টি হতদরিদ্র পরিবারের মাঝে কৃষিসামগ্রী এবং ১১০টি পরিবারের মাঝে সবজির বীজ বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মৃত্যুঞ্জয় তালুকদার বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে- এ বছরের ১০ মাসে দেশে নিউমোনিয়ায় ২ লাখ ১৬ হাজার ৪২৬ শিশু আক্রান্ত হয়েছে। সেই হিসাবে দৈনিক দেশে গড়ে ৭০৯ জনের শরীরে রোগটি শনাক্ত হচ্ছে। তাই শিশুদের নিউমোনিয়া সম্পর্কে আমাদের আরও সচেতন হতে হবে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন