হিন্দি ও বাংলায় ‘দরদ’-এর গান

আসছে ১৫ নভেম্বর মুক্তি পাবে শাকিব খানের ‘দরদ’। কিন্তু সেভাবে প্রচারণা চোখে পড়েনি। তবে জানা গেছে, সারা দেশের ৭০টি হলে মুক্তি পাবে। পাশাপাশি ২০টি দেশের আরো দুই শতাধিক সিনেমা হলে ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা।

 

 তবে সিনেমা মুক্তি নিয়েও শঙ্কা প্রকাশ করছিলেন কেউ কেউ। অবশেষে গতকাল প্রকাশ পেল দরদের গান ও ট্রেলার। গানটি এরই মধ্যে শাকিবভক্তরা পছন্দ করেছেন। 

গতকাল সন্ধ্যায় একসঙ্গে প্রকাশ করা হয়েছে একটি গানের দুটি ভার্সন—হিন্দি ও বাংলা।

‘জিসম মে তেরে’ শিরোনামের হিন্দি গানটি গেয়েছেন মোহাম্মদ ইরফান ও রুবাই। লিখেছেন ও সংগীত পরিচালনা করেছেন আরাফাত মাহমুদ। গানটির বাংলা ভার্সনের শিরোনাম ‘এই ভাসাও’। আরাফাত মাহমুদ ও জাহিদ আকবরের লেখা গানটিতে কণ্ঠ দিয়েছেন বালাম ও কোনাল।

সংগীত পরিচালনায় আরাফাত মাহমুদ। গানের ভিডিওতে বলিউডের সোনাল চৌহানের সঙ্গে রোমান্স করতে দেখা গেল শাকিবকে। হিন্দি গানটি প্রকাশ পেয়েছে টি সিরিজ পপ-চার্টবাস্টার ইউটিউব চ্যানেলে, অন্যদিকে বাংলা ভার্সনটি প্রকাশ পেয়েছে টি সিরিজ বাংলা ও টাইগার মিডিয়া ইউটিউব চ্যানেলে।

 

রাত ৯টায় প্রকাশ পেয়েছে সিনেমার ট্রেলার। টিজার ও ট্রেলার দেখে আন্দাজ করা যায়, এ সিনেমায় শাকিবের দুটি অধ্যায়।

এক অধ্যায়ে তিনি সাধারণ মানুষ, স্কুটার চালান, স্ত্রীকে নিয়ে সুখের সংসার। অন্য অধ্যায়ে শাকিব এক ভয়ংকর মানুষ। প্রতিশোধের নেশায় ছুটে চলছেন। একের পর এক খুন করছেন। ধারণা করা হচ্ছে, সোনালের সঙ্গে ঘটে যাওয়া কোনো খারাপ ঘটনার জেরে রাতারাতি বদলে যায় নায়ক।

 

সাইকো থ্রিলার গল্পের সিনেমা দরদ তৈরি হয়েছে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায়। অভিনয়েও রয়েছেন দুই দেশের শিল্পীরা। শাকিব খান, সোনাল চৌহান ছাড়া আরো অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল দেব, রাজেশ শর্মা, সাফা মারওয়া, ইমতু রাতিশ, বিশ্বজিৎ চক্রবর্তী, রিও প্রমুখ। দরদ দিয়েই চার বছর পর ঈদ উৎসব ছাড়া মুক্তি পাচ্ছে শাকিব খানের সিনেমা। ১৫ নভেম্বর বাংলাদেশ-ভারতসহ বিশ্বের ২০টি দেশে চার শতাধিক হলে সিনেমাটি মুক্তি দেওয়া হচ্ছে বলে জানান নির্মাতা।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন