মসজিদে আল মোস্তফা বাংলাদেশের সবচেয়ে আধুনিক, দৃষ্টিনন্দন ও ব‍্যয়বহুল মসজিদ

সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম।।
রাজধানী ঢাকার ১০০ ফিটে ইউনাইটেড সিটিতে ৩০০ কোটি টাকা ব‍্যয়ে কাবার আদলে নির্মিত হয়েছে এই পাঁচতলা আল মোস্তফা মসজিদ।
এই মসজিদ পরিদর্শন করে আমাদের প্রতিনিধি সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম জানান, দৃষ্টিনন্দন সৌন্দর্যের কারণে এটি এখন শুধুমাত্র মসজিদই নয়, পরিনত হয়েছে পর্যটন কেন্দ্রে। দেশের বিভিন্ন এলাকার মানুষ ও প্রবাসীরা প্রতিদিন দেখতে আসেন এই মসজিদের অপরুপ সৌন্দর্য। এই মসজিদ নির্মাণ করা হয়েছে অনেকটাই কাবার আদলে। আইকনিক পাঁচতলা বিশিষ্ট এই মসজিদের কোন জানালা নেই এটি এমনভাবে নকশা করা হয়েছে যা প্রাকৃতিক আলোয় ভরপুর।

এই মসজিদের প্রতিটি  ফ্লোর থেকে ইমাম বা খতিব সাহেবকে দেখা যায়। পুরুষ ও নারী মিলিয়ে একসঙ্গে প্রায় ১১ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন এই মসজিদে। এই মসজিদে রয়েছে দুটি চলন্ত সিড়ি। রয়েছে সেন্ট্রাল এয়ার কন্ডিশনের মাধ্যমে শীতল রাখার ব‍্যবস্তা। রয়েছে উন্নত মানের সাউন্ড সিষ্টেম। মসজিদের গ্রাউন্ড ফ্লোরে রয়েছে বিশাল কার পার্কিংয়ের ব‍্যবস্তা, যেখানে একসঙ্গে শতাধিক গাড়ি পার্ক করা যায়। রাতে যখন সবগুলো বাতি জ্বলে ওঠে তখন এক অন‍্যরকম পরিবেশ মানুষকে আরো বেশি আকর্ষণীয় করে তুলে। এই মসজিদের প্রধান আকর্ষণ হচ্ছে বিশেষ ধরনের এক সোনালী গম্বুজ যা মসজিদের সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। তাছাড়াও মসজিদ চত্বরে খেজুর গাছগুলো দেখতে খুবই আকর্ষণীয়। মসজিদের পাশের পানির ফোয়ারার নির্মাণকাজ সহ এখনো অনেক কাজ চলমান রয়েছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন