ওসমানী বিমান বন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দরে রূপান্তরিত ও অন্যান্য বিদেশী ফ্লাইট চালুর দাবীতে নিউক্যাসলে সভা অনুষ্ঠিত

   কে এম আবুতাহের চৌধুরী||
গত ১১ই নভেম্বর সোমবার রাত ১০টায় ক্যাম্পেইন কমিটি ইউকে ফর ফুল্লি ফান্কশনেল ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোরটের উদ্যোগে যুক্তরাজ্যের নিউক্যাসল শহরের গোসফোরথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় ।বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী শাহ ইমলাক আলীর সভাপতিত্বে ও সাংবাদিক শাহান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন -সংগঠণের আহ্বায়ক কে এম আবুতাহের চৌধুরী ,যুগ্ম আহ্বায়ক শেখ মোঃ মফিজুর রহমান ,যুগ্ম আহ্বায়ক জামান আহমদ সিদ্দিকী ,নিউক্যাসল বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান সৈয়দ নাদির আজিজ দরাজ ,কাউন্সিলার খালেদ মোশাররফ মামুন ও কমিউনিটি নেতা এনাম চৌধুরী প্রমুখ ।
সভায় বক্তারা বলেন - বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ৫০লাখ সিলেটবাসীর প্রতি বৈষম্যমূলক আচরন করা হচ্ছে ।বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে যুক্তরাজ্য প্রবাসী সিলেটবাসীর অবদান অপরিসীম ।১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ও বাংলাদেশের যে কোন দূর্যোগময় মুহুর্তে সিলেটীদের ভূমিকা ইতিহাসের অন্তর্গত ।
২২ বছর আগে ওসমানী বিমান বন্দর আন্তর্জাতিক হলেও কাজে ও মানের দিক দিয়ে আন্তর্জাতিক নয়।চট্টগ্রামের শাহ আমানত বিমান বন্দরে বিভিন্ন দেশের ফ্লাইট উঠানামা করলেও ওসমানী বিমান বন্দরে বিমান ছাড়া কোন এয়ারলাইনের ফ্লাইট চালু করা হয়নি ।লণ্ডন -সিলেট রুটে বিমান অত্যধিক ভাড়া আদায় করছে ।আবার বিমানের সিলেটে  গেলে অত্যধিক ভাড়া আর ঢাকায় গেলে কম ভাড়া।সেখানেও বৈষম্য করা হচ্ছে ।
বক্তারা -ম্যানচেষ্টার থেকে সিলেটগামী একজন রোগী যাত্রীকে দড়ি দিয়ে হাত বেঁধে পুলিশে হস্তান্তর করার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান ।
বক্তারা ,অনতিবিলম্বে ওসমানী বিমান বন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দরে পরিনত ও অন্যান্য বিদেশী ফ্লাইট চালু করার জোর দাবী জানান।প্রবাসী সিলেটী কমিউনিটির এ দাবী মানা না হলে তারা বিমান বয়কট কর্মসূচী ঘোষণা করবেন বলে হুশিয়ারী উচ্চারন করেন ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন