নবীগঞ্জে ইন্সপায়ার ফাউন্ডেশন ইউকে 'র উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে ফলজ গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

আমাদের নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি বুলবুল আহমেদ জানান, মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের বাজকাশারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ছাত্র ছাত্রীদেরকে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌর চন্দ্র রায়ের সভাপতিত্বে বুলবুল আহমদ, লোকমান হোসেন লক্কু ও আশিকুর ইসলাম চৌধুরী'র সার্বিক তত্বাবধানে সুজাত আহমেদ জিহাদের পরিচালনায় উক্ত বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  তাহিরপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহেল আহমদ, সাংবাদিক ও গীতিকার এম মুজিবুর রহমান, সাংবাদিক মজিবুর রহমান ভূইয়া, বিশিষ্ট মুরুব্বি হাজ্বী সনর মিয়া, হাজ্বী আলা উদ্দিন, আমেরিকা প্রবাসী আব্দুল কাদির। এতে উপস্থিত ছিলেন, বিভিন্ন শিক্ষানুরাগী সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থীরা। চারা বিতরণকালে অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পরিবেশ ভারসাম্য রক্ষা করতে গাছের চারা লাগানোর কোন বিকল্প নেই। গাছ আমাদেরকে অক্সিজেন দেয়। সুন্দর পরিবেশ টিক রাখতে সকলের উচিত একটি করে গাছ লাগানো।
এছাড়া সামাজিক সংগঠন ইন্সপায়ার ফাউন্ডেশন ইউকে 'র পাশাপাশি নিজ উদ্যোগেও গাছের চারা লাগানোর আহবান জানান, ইন্সপায়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন। এছাড়াও  ফাউন্ডেশনের পরিচালক সহ সকল সদস্যরা বলেন, আমাদের গাছের চারা রোপন ধারাবাহিকতায় সব সময় অব্যাহত থাকবে। পরিশেষে ছাত্র-ছাত্রী সহ স্কুল কর্তৃপক্ষ ইন্সপায়ার ফাউন্ডেশনের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
পরিবেশের ভারসাম্য ও অক্সিজেনের কথা চিন্তা করে ইন্সপায়ার ফাউন্ডেশন নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসায় বিভিন্ন ধরনের ফলজ ও বনজ গাছের চারা বিতরণ কর্মসূচি শুরু করেছেন। এর মধ্যে অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয় (বাজকাশারা), ভুবিরবাক সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাহিরপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয় (বাংলাবাজার) এর ধারাবাহিকতায় বুধবার (১৩ নভেম্বর) বাজকাশারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মধ্যে বৃক্ষ রোপণের জন্য ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন