২০২৪ সালের প্রথম ১০ মাসে অন্তত এক লাখ ৯১ হাজার ৯০০ জন অনিয়মিত অভিবাসী ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিভিন্ন দেশে গিয়েছে। জোটের সীমান্ত সুরক্ষা সংস্থা ফ্রন্টেক্স জানিয়েছে, সংখ্যাটি আগের বছরের একই সময়ের তুলনায় ৪৩ শতাংশ কম।
ফ্রন্টেক্স বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত অনিয়মিত অভিবাসী আগমন সবচেয়ে বেশি কমেছে মধ্য ভূমধ্যসাগরীয় ও পশ্চিম বলকান রুটে। ২০২৩ সালের একই সময়ের তুলনায় এই দুটি রুটে আগমন কমেছে যথাক্রমে ৬২ ও ৮০ শতাংশ।
ইইউ সীমান্ত সংস্থাটি আরো জানিয়েছে, মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে লড়াইয়ের লক্ষ্যে তিউনিশিয়া ও লিবিয়ার কর্তৃপক্ষের সঙ্গে চুক্তির কারণেই ইতালিমুখী অভিবাসীদের সংখ্যা ক্রমে কমেছে।
মধ্য ভূমধ্যসাগর পেরিয়ে চলতি বছরের প্রথম ১০ মাসে অন্তত ৫৫ হাজার ২২৭ জন অনিয়মিত অভিবাসী ইতালিতে গিয়েছে। যাদের বেশির ভাগই বাংলাদেশ, সিরিয়া ও তিউনিশিয়ার নাগরিক। অন্যদিকে পশ্চিম ভূমধ্যসাগরীয় রুট হয়ে স্পেনে আগমনের হারও ৫ শতাংশ কমেছে।
মরক্কো ও অন্যান্য উত্তর আফ্রিকার দেশগুলো থেকে সমুদ্র ও স্থলপথে এসব অভিবাসী স্পেনে গিয়ে থাকে। বছরের প্রথম ১০ মাসে ১২ হাজার ৯৫২ জন অনিয়মিত অভিবাসী এই রুটে ইউরোপে ঢুকেছে। তাদের বেশির ভাগই আলজেরিয়া, মরক্কো ও মালির নাগরিক। এ ছাড়া পূর্ব ভূমধ্যসাগর রুট হয়ে গ্রিস ও পশ্চিম আফ্রিকার রুট হয়ে ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসী আগমনের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে।
বছরের শুরু থেকেই এ দুটি সমুদ্রপথ ইউরোপের সবচেয়ে ব্যস্ত অভিবাসন রুটে পরিণত হয়েছে। তবে ইইউর বহিঃসীমান্তে আগের বছরের তুলনায় সর্বাধিকসংখ্যক প্রবেশ শনাক্ত করা হয়েছে। গত বছরের তুলনায় বেড়েছে ১৯৫ শতাংশ। ১৫ হাজার ২৩৪ জন অনিয়মিত অভিবাসী স্থল সীমান্ত হয়ে ইউরোপে ঢুকেছে। ইউক্রেনীয়, সোমালি ও ইরিত্রীয় নাগরিকরা এই রুটে সর্বোচ্চ সংখ্যায় প্রবেশ করেছে।
এদিকে উত্তর ফ্রান্স ও ব্রিটেনের মধ্যকার ইংলিশ চ্যানেল হয়ে অনিয়মিত অভিবাসন ৫ শতাংশ বেড়েছে। জাতিসংঘের অভিবাসনবিষয়ক আন্তর্জাতিক সংস্থা (আইওএম) বলছে, এই বছর ব্রিটিশ উপকূলে পৌঁছনোর চেষ্টা করা অন্তত ৭০ জন প্রাণ হারিয়েছে, যা গত ১০ বছরের মধ্যে এই রুটে সর্বোচ্চ।
জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) ও অভিবাসন সংস্থা (আইওএম) চলতি বছরের সেপ্টেম্বরে সতর্ক করেছিল, উত্তর আফ্রিকা থেকে ভূমধ্যসাগর পাড়ি দেওয়া মানুষের সংখ্যা ২০২৪ সালে তীব্রভাবে কমেছে।
ইউএনএইচসিআরের তথ্য অনুসারে, চলতি বছর এ পর্যন্ত সমুদ্রপথে ইউরোপীয় উপকূলে পৌঁছনোর চেষ্টা করে কমপক্ষে দুই হাজার ৮৫ জন প্রাণ হারিয়েছে। তবে এই সংখ্যাটি আরো অনেক বেশি বলে ধারণা করছে এনজিও ও অভিবাসন সংস্থাগুলো।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন