পেরুতে বৈঠকে বসতে যাচ্ছেন বাইডেন-শি চিনপিং

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি চিনপিং বৈঠক করবেন। আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রয়টার্সের প্রতিবেদনে এই খবর বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী শনিবার দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন বলে প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা জানিয়েছেন।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, উভয় নেতার এই বৈঠকটি এমন এক সময়ে হতে যাচ্ছে, যখন ডোনাল্ড ট্রাম্পের অধীনে ওয়াশিংটনের সঙ্গে সম্ভাব্য আরো বেশি উত্তপ্ত সম্পর্কের জন্য প্রস্তুতি নিচ্ছে বেইজিং।

 

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এক সংবাদ সম্মেলনে বলেছেন, পেরুর লিমায় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন ফোরামের সাইডলাইনে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনাসহ বিস্তৃত পরিসরের বৈশ্বিক নানা ইস্যুতে দুই নেতা আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে শনিবার বৈঠক হবে বললেও সুলিভান এর তারিখ নিশ্চিত করেননি।

জ্যাক সুলিভান আরো বলেন, প্রেসিডেন্ট বাইডেন দেখিয়ে দিয়েছেন, নিজেদের মধ্যে পার্থক্য ও ভিন্নতা সত্ত্বেও যুক্তরাষ্ট্র এবং চীন তাদের সম্পর্ক পরিচালনা করতে পারে ও প্রতিদ্বন্দ্বিতাকে সংঘাত বা সংঘর্ষে পরিণত হওয়া রোধ করতে পারে। 

এই দুই নেতা সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ান থেকে শুরু করে দক্ষিণ চীন সাগর এবং রাশিয়া ইস্যু পর্যন্ত উত্তেজনা কমিয়ে রাখার চেষ্টা করেছেন।

 

 

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন