জয়ার প্রশংসায় পার্বতী

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। চলচ্চিত্রে অভিনয় করে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত। সাবলীল অঙ্গভঙ্গি আর অভিনয় দক্ষতায় বরাবরই সিনেমাপ্রেমীদের হৃদয় ছুঁয়ে যান তিনি।

ঢালিউড-টালিউডে অভিনয়ের দ্যুতি ছড়ানোর পর বলিউডেও বাজিমাত করেছেন জয়া।

এবার অভিনেত্রীর প্রশংসায় মজলেন মালয়ালম অভিনেত্রী পার্বতী থিরুভোথু। সর্বশেষ পঙ্কজ ত্রিপাঠির ‘কড়ক সিং’ ওয়েব ফিল্মে দেখা গেছে তাকে। যেখানে তার সঙ্গে কাজ করেছেন পার্বতী। মালয়ালম এই অভিনেত্রীর মুখেই সম্প্রতি শোনা যায় জয়ার প্রশংসা।

 

এক সাক্ষাৎকারে জয়ার প্রসঙ্গে পার্বতী বলেন, ‘জয়া অভিনেত্রী হিসেবে তুখোড়। আমরা ভালো সময় কাটিয়েছিলাম শুটিংয়ের সময়। ভবিষ্যতে জয়ার সঙ্গে আরো কাজ করার ইচ্ছে আছে।’ এদিকে পার্বতীর মন্তব্যে ভীষণ খুশি হয়েছেন অভিনেত্রী।

ধন্যবাদ জানিয়ে তার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেছেন জয়া।

 

দক্ষিণের দাপুটে অভিনেত্রী হলেও বলিউডে সেভাবে দেখা যায় না পার্বতীকে। এর কারণ হিসেবে খানিকটা আক্ষেপের সুরে তিনি বলেন, ‘আমি বলিউড থেকে ডাক পাই না। আমি তো হিন্দি সিনেমা করতে চাই। কিন্তু আমাকে না ডাকলে আমি কী-ই বা করতে পারি।

 

অভিনেত্রী আরো বলেন, ‘দক্ষিণী অভিনয়শিল্পীদের হিন্দি নিয়ে সমস্যা থাকে। কিন্তু আমি দক্ষিণী ভাষার আগে হিন্দি লিখতে-পড়তে শিখেছি। বাবা আর্মিতে ছিলেন। ক্যান্টনমেন্টে প্রচুর উত্তর ভারতীয় থাকতেন। বন্ধুদের মধ্যেও অনেক উত্তর ভারতীয় ছিল। ওদের সঙ্গে হিন্দিতে কথা বলেছি। বলতে গেলে এভাবেই হিন্দি শেখা হয়েছে আমার।’

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন