দুই সপ্তাহ পর খোঁজ মিলল অভিনেত্রীর, যা বলছে পুলিশ

‘গসিপ গার্ল’ খ্যাত অভিনেত্রী চ্যানেল মায়া ব্যাঙ্কসকে (৩৬) খুঁজে পাওয়া গেছে। দুই সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন এই অভিনেত্রী। অভিনেত্রীর খোঁজে তদন্তে নেমেছিল পুলিশ। অবশেষে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিনেত্রী নিরাপদে আছেন।

 

বুধবার (১৩ নভেম্বর) লস এঞ্জেলেস পুলিশ বিভাগ বলেছে যে ব্যাঙ্কসকে নিরাপদ পাওয়া গেছে, এবং কোনও সন্দেহজনক কিছু ঘটেনি। নিখোঁজের মামলাটি এখন বন্ধ করা হচ্ছে। 

মার্কিন সংবাদমাধ্যম ইউএস উইকলি’র প্রতিবেদন অনুসারে, পুলিশের বিবৃতির কয়েক ঘন্টা পর ব্যাঙ্কস তার ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে জানিয়েছে তিনি নিরাপদে আছেন এবং তিনি এখন মুক্ত। গণমাধ্যমকে ব্যাঙ্কস বলেন, তিনি একটি ট্রিপে গিয়েছিলেন এবং তার পরিবার থেকে দূরে যাওয়ার চেষ্টা করেছেন।

পরিবারের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগও করেন অভিনেত্রী। সেই সঙ্গে ন্যায়বিচারও দাবি করেন।

 

1

‘গসিপ গার্ল’-এ চ্যানেল মায়া ব্যাঙ্কস

এর আগে অভিনেত্রীর নিখোঁজ হওয়ার বিষয়টি নিয়ে বেশ আলোচনার জন্ম হয়। সর্বশেষ ৩০ অক্টোবর ড্যানিয়েল-টরি সিং নামের এক কাজিনকে টেক্সট করেছিলেন চ্যানেল ব্যাঙ্কস।

এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। বোনকে খুঁজে পেতে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন ড্যানিয়েল। এ ছাড়া দ্রুত যেন তাকে খুঁজে পাওয়া, সেজন্য একটি তহবিল সংগ্রহেরও উদ্যোগ নিয়েছেন তিনি।

 

স্থানীয় সংবাদমাধ্যম এবিসি-৭ নিউজকে ড্যানিয়েল বলেন, ‘পাঁচ দিন ধরে আমার কাজিনের খোঁজ-খবর না পাওয়াটা ছিল বিপদের আভাস।’ তিনি আরও বলেন, ‘আমার বা তার মায়ের সঙ্গে ৪৮ ঘণ্টার বেশি কথা না বলে কখনও থাকতে পারে না সে।

ও আমার বড় বোনের মতো।’

 

ড্যানিয়েলের ভাষ্য, ‘তার স্বামী অত্যন্ত সন্দেহজনক। তিনি এলএপিডিকে (লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট) সাহায্য করতে ইচ্ছুক নন। আমাকে বা তার মাকেও সাহায্য করতে ইচ্ছুক নন।’

এদিকে অভিনেত্রীর স্বামীর ভাষ্য, তিনি তাকে খুঁজে পেতে চান না! এমনকি নিখোঁজ বিজ্ঞপ্তির পোস্টারগুলোও সরিয়ে নিচ্ছেন। এরপরই কানাডা থেকে লস অ্যাঞ্জেলেসে ছুটে এসেছিলেন অভিনেত্রীর মা জুডি সিং ও কাজিন ড্যানিয়েল। অবশেষে প্রকাশ্যে এলেন ব্যাঙ্কস। আর অভিযোগের আঙুল তুললেন দিলেন নিজের পরিবারের দিকেই।

‘গসিপ গার্ল’ ও ‘ব্লু ব্লাডস’ টিভি সিরিজ দিয়ে পরিচিতি পেয়েছেন চ্যানেল ব্যাঙ্কস। এ ছাড়া ‘টুয়েলভ’ নামের একটি চলচ্চিত্রেও তাকে দেখা গেছে। চ্যানেল ব্যাঙ্কস লস অ্যাঞ্জেলেসের প্লেয়া ভিস্তা এলাকার একটি অ্যাপার্টমেন্টে এক বছর ধরে স্বামীর সঙ্গে বসবাস করছিলেন। এ ঘটনার পর গত ১০ নভেম্বর চ্যানেলের বাসায় গিয়েছিলেন পরিবারের সদস্যরা। সেখানে তার কুকুর ও গাড়ি আগের মতোই রয়েছে। তবে ফোন ও ল্যাপটপের কোনো হদিস পাওয়া যায়নি।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন