দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়ের বিপক্ষে হেরেছে ব্রাজিল। লাউতারো মার্তিনেজের গোলে পিছিয়ে পড়ার পরও দারুণ ফুটবলে আর্জেন্টিনাকে হারিয়েছে প্যারাগুয়ে।। আন্তোনিও সানাব্রিয়া সমতা ফেরানোর পর প্যারাগুয়ের জয় এনে দেন ওমার আলদেরেতে।
প্যারাগুয়ের মাঠ আসুনসিওনের দেল চাকো স্টেডিয়ামে আর্জেন্টিনা ম্যাচটি হেরেছে ২-১ ব্যবধানে। বিশ্বকাপ বাছাইপর্বে এটি তৃতীয় হার সেলেসাওদের। অবশ্য হারের পরও পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে লিওনেল মেসির দল।
ঘরের মাঠে অষ্টম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় প্যারাগুয়ে।
কর্নার থেকে শট একটুর জন্য লক্ষ্যে রাখতে পারেননি দিয়েগো গোমেজ। পরের মিনিটে মিগেল আলমিরনের বাইসাইকেল কিক ব্যর্থ হয় নিকোলাস তাগলিয়াফিকোর মুখে লেগে। পর পর দুটি আক্রমন ব্যর্থ হওয়ার পর ১১ মিনিটে লাওতারো মার্তিনেজের বাঁ পায়ের ফিনিশিংয়ে এগিয়ে যায় আর্জেন্টিনা। শুরুতে অফসাইড দেন লাইন্সম্যান।
পরে ভিএআরের সাহায্য নিয়ে গোলের বাঁশি বাজান রেফারি। লিড নেয় আর্জেন্টিনা। তবে সেটি আট মিনিটের বেশি স্থায়ী হয়নি। আন্তোনিও সানাব্রিয়ার চোখ ধাঁধানো বাইসাইকেল কিকে করা গোলে সমতায় ফেরে প্যারাগুয়ে। ঝাঁপিয়েও বলের নাগাল পাননি দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে পোস্টের নিচে ফেরা এমিলিয়ানো মার্তিনেজ।
২৫তম মিনিটে নাহুয়েল মলিনার ক্রসে বল পেয়ে শট লক্ষ্যে রাখতে পারেননি লিওনেল মেসি। ৩২তম মিনিটে একটুর জন্য আর্জেন্টিনা অধিনায়কের চমৎকার চিপের নাগাল পাননি হুলিয়ান আলভারেস। ১২ মিনিট পর মেসির শট প্যারাগুয়ের এক খেলোয়াড় ঠেকিয়ে দেওয়ার পর ফিরতি বলে দুর্বল শট নিয়ে হতাশ করেন তিনি।
দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যায় প্যারাগুয়ে। ৪৭তম মিনিটে গোমেসের ফ্রি কিকে ছুটে গিয়ে আলদেরেতে ডাইভিং হেডে খুঁজে নেন জাল। পিছিয়ে পড়ার পর যেন খেই হারিয়ে ফেলে আর্জেন্টিনা। আক্রমণাত্মক ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়নদের চেপে ধরে প্যারাগুয়ে। ৬৯ মিনিটে ম্যাচে ফেরার দারুণ সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। বাঁ প্রান্ত থেকে হুলিয়ান আলভারেজের দুরপাল্লার পাস পান রদ্রিগো দি পল। ডান প্রান্ত দিয়ে ফাঁকা পেয়ে ছুটে বল নিয়ে বক্সেও ঢুকে পড়েন। কিন্তু প্যারাগুয়ে গোলকিপার গাতিতো ফার্নান্দেজকে একা পেয়েও বল মারেন পোস্টের ওপর দিয়ে। ৭৯তম মিনিটে সমতা প্রায় ফিরিয়েই ফেলেছিলেন মেসি। তার দূরপাল্লার শট একজনের গায়ে লেগে বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে। আরও কিছু সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি আর্জেন্টিনা। ফলে ২০১৬ সালের পর আর্জেন্টিনার বিপক্ষে প্রথম জয়ের উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়ে প্যারাগুয়ে। সেবার তারা জিতেছিল প্রতিপক্ষের মাঠে।
১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে আর্জেন্টিনা। জিতে ছয়ে উঠে এসেছে প্যারাগুয়ে। ১০ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে কলম্বিয়া।
অন্য ম্যাচে বলিভিয়াকে ৪-০ গোলে হারিয়েছে ইকুয়েডর।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন