সিরিয়ায় জোড়া ইসরায়েলি হামলা নিহত বেড়ে ১৫

সিরিয়ায় বৃহস্পতিবার ইসরায়েলি জোড়া হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে। দামেস্কের অভিজাত মাজেহ এলাকা ও রাজধানীর উপকণ্ঠে কুদসায়া এলাকায় এ হামলা হয়। সিরীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় বলেছে, ইসরায়েল সিরিয়ার দখলকৃত গোলান মালভূমির দিক থেকে বিমান হামলা চালিয়েছে, যার লক্ষ্য ছিল দামেস্কের মাজেহ এলাকা ও দামেস্ক শহরের কাছাকাছি কুদসায়া এলাকায় অবস্থিত আবাসিক ভবন।

এই দুই হামলায় ১৫ জন নিহত ও ১৬ জন আহত হয়েছে। প্রাথমিকভাবে পাওয়া হতাহত্তের এই সংখ্যা আরো বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে তারা।

 

এর আগে ব্রিটেনভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছিল, দামেস্কের অভিজাত মাজেহ এলাকায় বৃহস্পতিবার একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি হামলায় চারজন নিহত হয়েছে। এ ছাড়া রাজধানীর উপকণ্ঠে একই ধরনের হামলার খবর পাওয়া গেছে।

 হামলায় ‘আবাসিক ভবনগুলোতে ব্যাপক ধ্বংস ও অগ্নিকাণ্ড’ হয়েছে।

 


 

সংস্থাটির প্রধান রামি আবদেল রহমান বলেছিলেন, ‘দামেস্কের মাজেহ এলাকায় একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি হামলায় চারজন নিহত হয়েছে এবং আরেকটি ইসরায়েলি হামলা কুদসায়ার একটি আবাসিক ভবনে আঘাত হেনেছে।’

অন্যদিকে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, মাজেহ ও কুদসায়ার দুটি আবাসিক ভবনে ‘ইসরায়েলি আগ্রাসনে’ অনির্দিষ্টসংখ্যক মানুষ নিহত হয়েছে। এ ছাড়া সরকারি বার্তা সংস্থা সানা একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে একটি সড়ক ধোঁয়ায় আচ্ছন্ন দেখা যাচ্ছে।

 

মাজেহ এলাকায় বিভিন্ন দূতাবাস, জাতিসংঘের অফিস ও নিরাপত্তা সদর দপ্তর অবস্থিত। এর আগেও এলাকাটি হামলার লক্ষ্যবস্তু হওয়ার পেছনে ইসরায়েলকে দোষারোপ করা হয়েছে। অন্যদিকে কুদসায়া দামেস্কের উপকণ্ঠে অবস্থিত। গত মাসে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মাজেহ এলাকায় একটি গাড়িতে ইসরায়েলি হামলায় দুজন বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার কথা জানিয়েছিল।

সাম্প্রতিক সময়ে সিরিয়ায় ইসরায়েলি হামলা বেড়ে গেছে, বিশেষ করে লেবাননের সীমানাসংলগ্ন এলাকাগুলোতে, যেখানে ইসরায়েল ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর স্থাপনা লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে বলে দাবি করেছে।

সিরিয়ার সরকারের জন্য ২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধের গুরুত্বপূর্ণ মিত্রদের মধ্যে ইরান ও লেবাননের হিজবুল্লাহ অন্যতম।

 

ইসরায়েলি কর্তৃপক্ষ সাধারণত সিরিয়ায় চালানো নির্দিষ্ট হামলা নিয়ে মন্তব্য করে না। তবে তারা বারবার বলে এসেছে, প্রধান শত্রু ইরানকে প্রভাব বিস্তার করতে দেবে না তারা।

 

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন