গত দুই দশক ধরে তিনি বেশ কিছু ভ্যাকসিনের বিরোধিতা করে এসেছেন। এর মধ্যে কোভিড-১৯ এর ভ্যাকসিনও আছে, যে ভ্যাকসিনকে তিনি ভয়ংকর বলে মনে করেছিলেন। এক সাক্ষাৎকারে দাবিও করেন, ‘আমি বিশ্বাস করি, অটিজম হয় টিকার কারণে’, সেই সাবেক স্বতন্ত্র প্রেসিডেন্ট প্রার্থী রবার্ট এফ কেনেডি জুনিয়রকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার এ ঘোষণা দেন ট্রাম্প।
রবার্ট এফ কেনেডি জুনিয়র, যিনি আরএফকে জুনিয়র হিসেবেই বেশি পরিচিত। স্বাস্থ্যমন্ত্রীর নাম ঘোষণার মধ্য দিয়ে ট্রাম্পের নেতৃত্বে গঠিত হতে যাওয়া মন্ত্রিপরিষদে এমন আরেক নতুন মুখ যুক্ত হলো। তাকে নিয়ে বিতর্ক তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। রবার্ট এফ কেনেডি জুনিয়রের মনোনয়ন সিনেটে অনুমোদিত হলে, তিনি একটি বিশাল সংস্থার নেতৃত্ব দেবেন।
খাদ্য নিরাপত্তা থেকে শুরু করে চিকিৎসা গবেষণা এবং কল্যাণমূলক কর্মসূচীসহ সব কিছুর তদারকি করবেন।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নির্দল হিসাবে দাঁড়াতে চেয়েছিলেন আরএফকে জুনিয়র। কিন্তু গত অগাস্টে তিনি সরে দাঁড়ান এবং ট্রাম্পকে সমর্থন করেন। তখনই ঠিক হয়েছিল, ট্রাম্প প্রেসিডেন্ট হলে তার প্রশাসনে থাকবেন আরএফকে জুনিয়র।
আরএফকে জুনিয়রকে দপ্তরের মন্ত্রী করার পর ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোস্যালে বলেছেন, ‘অনেকদিন ধরে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছে ওষুধের কম্পানি ও ইন্ডাস্ট্রিয়াল ফুড কমপ্লেক্সগুলো। তারা জনস্বাস্থ্য নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। কেনেডি আবার যুক্তরাষ্ট্রকে মহান ও স্বাস্থ্যবান করে তুলবেন।’
আরএফকে জুনিয়র যুক্তরাষ্ট্রের বিখ্যাত কেনেডি পরিবারের সদস্য। তরুণ বয়সে ১৪ বছর হেরোইনের নেশায়ও আসক্ত ছিলেন কেনেডি।
৭০ বছর বয়সী আরএফকে জুনিয়র নিজেকে পরিবশ-আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত করেন। তিনি বেশ কিছু বড় সংস্থার বিরুদ্ধে সফল আইনি লড়াই করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের মাদকাসক্তি সমস্যার সমাধানে সহায়তা করার ইচ্ছাও প্রকাশ করেছেন। তবে গত দুই দশক ধরে তিনি বেশ কিছু ভ্যাকসিনের বিরোধিতা করে এসেছেন। কভিড-১৯-এর ভ্যাকসিনকে তিনি ভয়ংকর বলে মনে করেন।
আরএফকে জুনিয়র অবশ্য দাবি করেন, তিনি ভ্যাকসিন বিরোধী নন। তিনি কখনো মানুষকে ভ্যাকসিন নিতে মানা করেন না। কিন্তু ভ্যাকসিন নিয়ে নিজের বিরোধিতার কথা জানান। তিনি এটাও বলেছেন, কোনো ভ্যাকসিনই সম্পূর্ণ নিরাপদ ও কার্যকর নয়। শিশুদের ভ্যাকসিন দেয়ার ক্ষেত্রে জাতীয় নীতিনির্দেশিকা না মানার কথাও তিনি বলেছেন।
বিশ্ব স্বাস্থ্যসংস্থা অবশ্য দাবি করে, ভ্যাকসিনের জন্য প্রতিবছর ৫০ লাখ মৃত্যু ঠোকানো যায়। কেনেডি বলেছেন, তিনি পানীয় জল সরবরাহকারীদের বলবেন, তারা যেন জলে ফ্লোরাইড না মেশান। ফ্লোরাইড দাঁতকে শক্ত করে এবং সুস্বাস্থ্যের ক্ষেত্রে তার উপকারিতা আছে মনে করা হয়। কেনেডি অতীতে এমন কিছু স্বাস্থ্য তথ্য ছড়িয়েছেন, যেগুলোকে বিজ্ঞানীরা ভুল বলে উল্লেখ করেন।
এদিকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে কেনেডির মনোনয়নের নিন্দা জানিয়েছেন ডেমোক্র্যাটরা। সিনেটর প্যাটি মারে এই সিদ্ধান্তকে 'বিপর্যয়কর' বলে আখ্যা দিয়েছেন।
এ ছাড়া বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প উত্তর ডাকোটার গভর্নর ডগ বার্গামকে স্বরাষ্ট্রমন্ত্রী করতে চান। শুক্রবার আনুষ্ঠানিকভাবে বার্গামের মনোনয়ন ঘোষণা করবেন বলে জানান ট্রাম্প। এ ছাড়া বৃহস্পতিবার ট্রাম্প তার পর্ন তারকার মামলার আইনজীবী টড ব্লাঞ্চকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগের ঘোষণা দিয়েছেন।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন