মৌলভীবাজারের কুলাউড়ায় ওয়াফের উদ্যোগে আন্তঃস্কুল বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

কুলাউড়া প্রতিনিধি ,,

মৌলভীবাজারের কুলাউড়ায় আন্তঃস্কুল বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর)  এনজিও সংস্থা ওয়াফের উদ্যোগে ও বাংলাদেশ ফ্রিড্রম ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলার টিলাগাঁও এএন উচ্চবিদ্যালয়ে কুলাউড়া উপজেলার ১৭টি বিদ্যালয়সহ ১টি মাদ্রাসা ও কমলগঞ্জ উপজেলার ৭টি বিদ্যালয় ও ১টি মাদ্রাসাসহ মোট, ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠান এ মেলায় তাদের প্রজেক্ট প্রদর্শন করে।

টিলাগাঁও এএন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. উম্মর আলীর সভাপতিত্বে মেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। এ সময় তিনি বর্তমান সময়ে বিজ্ঞান চর্চার বিকল্প নেই উল্লেখ করে বলেন, উপজেলার প্রতিটা স্কুলে বিজ্ঞান চর্চা বৃদ্ধি করতে হবে। স্কুলের ল্যাবগুলোর সরঞ্জামাদি বাক্সবন্দি না রেখে তা ব্যবহারে তিনি সংশ্লিষ্টদের আহবান জানান।
 

 

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওয়াফের নির্বাহী পরিচালক ও টিলাগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আব্দুল মালিক।


বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলাম, ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. সাজ্জাদুর রহমান চৌধুরী ও অ্যাডমিন অ্যান্ড ফিনান্স অফিসার মো. আনোয়ার হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান চৌধুরী, সাকোর নির্বাহী পরিচালক শামীম আহমদ, ইউসুফ তৈয়বুন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুদ আহমদ, মাস্টার শরাফত আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাহেব আলী প্রমুখ।
 

মেলায় প্রজেক্ট মূল্যায়নের ভিত্তিতে ১ম স্থান অর্জন করে আলী আমজদ উচ্চবিদ্যালয়, ২য় স্থান অর্জন করে টিলাগাঁও এএন উচ্চবিদ্যালয় ও ৩য় স্থান অর্জন করে এটিএম উচ্চবিদ্যালয় শমসেরনগর।
 

 

বিজ্ঞান ক্লাবের সারাবছরের পারফরম্যান্স ভিত্তিতে মাস্টার শরাফত উচ্চবিদ্যালয়, দিলদারপুর উচ্চবিদ্যালয় ও কমলগঞ্জের কালিপ্রসাদ উচ্চবিদ্যালয়কে ১টি মাইক্রোসপ প্রদান করে ফ্রিডম ফাউন্ডেশন।

 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন