৫ বছরের ধারা বদলে দরদের মুক্তি, যা বললেন অপু বিশ্বাস

মুক্তি পেয়েছে শাকিব খানের ‘দরদ’। বাংলাদেশসহ বিশ্বের ২২টি দেশে একযোগে মুক্তি পেয়েছে সিনেমাটি। তবে দেশে দরদের মুক্তিটা কিছুটা ব্যতিক্রম বলা চলে। কারণ প্রায় পাঁচ বছর পর প্রথমবার কোনো উৎসব ছাড়াই শাকিব খানের সিনেমা মুক্তি পেলো।

আর এমন মুক্তিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শাকিব খানের সর্বাধিক সিনেমার নায়িকা ও সাবেক স্ত্রী অপু বিশ্বাস। 

 

অপু বিশ্বাস বলেন, ‘ঈদের অনেক দিন পর সিনেমা রিলিজ হলো। দরদ আমাদের চলচ্চিত্রের জন্য অনেক বড় সুসংবাদ। আর শাকিবের সিনেমা নিয়ে বলার কোনো ভাষা থাকে না।

কারণ, বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি শাকিব খান চেঞ্জ করছে। যেটা অপ্রিয় সত্য কথা। সেই জায়গা থেকে শুভকামনা দরদের জন্য এবং দরদের পুরো টিমকে।’

 

এদিকে মুক্তির পর বেশ সাড়া ফেলেছে শাকিবের দরদ।

 লন্ডন, মালদ্বীপ এবং ইউএস-এর যেসব হলে দরদ মুক্তি পেয়েছে, সেগুলোতে প্রায় নব্বই শতাংশ টিকেট বিক্রি হয়েছে বলে জানিয়েছেন সিনেমাটির নির্মাতা অনন্য মামুন। তবে একযোগে এতো দেশে মুক্তি পেলেও প্রতিবেশী দেশ ভারতে মুক্তি পায়নি দরদ। দুই সপ্তাহ পর ভারতীয় দর্শকরা প্রেক্ষাগৃহে দেখতে পারবে সিনেমাটি। দুই সপ্তাহ পর ভারতে মুক্তি দেয়ার প্রসঙ্গে নির্মাতা অনন্য মামুন জানান,দেশের সঙ্গে একই দিনে ভারতে মুক্তি দিলে পাইরেসির ঝুঁকি থেকে যেত। সে কারণে দুই সপ্তাহ পিছিয়ে দেয়া হয়েছে।

 

‘দরদ’ একটি প্যান ইন্ডিয়ান সিনেমা। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। এ ছাড়াও আরও অভিনয় করেছেন বলিউডের রাহুল দেব, টলিউডের পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, অলোক জৈন প্রমুখ।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন