ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় কমপক্ষে ১২ জন জরুরি স্বাস্থ্যসেবা প্রদানকারীর (প্যারামেডিকের) মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১৫ নভেম্বর) বালবেক শহরের দক্ষিণে ডৌরিস গ্রামে লেবাননের বেসামরিক প্রতিরক্ষা কেন্দ্র (সিভিল ডিফেন্স সেন্টার) লক্ষ্য করে এ হামলা চালায় ইসরায়েলি বাহিনী।
নিহত ওই ১২ জন প্যারামেডিক আহতদের চিকিৎসা দিতে কাজ করছিলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)-এর প্রধান টেড্রস আধানম ঘেব্রেইয়েসুস ইসরায়েলের লেবাননে সিভিল ডিফেন্স সেন্টারে হামলার জন্য তীব্র নিন্দা জানিয়েছেন।
শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বার্তায় স্বাস্থ্যসেবার সঙ্গে সরাসরি জড়িত এসব ব্যক্তির নিহত হওয়ার ঘটনায় শোক জানিয়েছেন ঘেব্রেইয়েসুস বলেন, ‘লেবাননের আলবেক জেলা দোউরেস গ্রামের বেসামরিক প্রতিরক্ষাকেন্দ্রে বিমান হামলায় ১২ জন প্যারামেডিক নিহত হয়েছেন। কেন্দ্রটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সংঘাতের সময় স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা এখন ‘নতুন স্বাভাবিক’ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সব জায়গায় এ ধরনের কাজ বন্ধ হওয়া উচিত।
’
এদিকে গত এক দিনে লেবাননে ইসরায়েলি হামলায় আরো অন্তত ৫৯ জন নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে তিন হাজার ৪৪৫ জনে পৌঁছেছে বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল শুক্রবার জানিয়েছে। এ ছাড়া গত ২৩ সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
অন্যদিকে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ২৮ জন নিহত এবং আরো ১২০ জন আহত হয়েছেন।
অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজায় সর্বাত্মক যুদ্ধ শুরু করে ইসরায়েল। এরপর লেবানন ফিলিস্তিনিদের পক্ষে ইসরায়েলে ব্যাপক হামলা চালিয়ে আসছিল। এর জবাবে মাসখানেকের বেশি সময় ধরে ইসরায়েলি বাহিনী লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন