এমপিকে গুলি করে হত্যা মিয়ানমারে সু চির দলের

বিশেষ প্রতিনিধি  ||    মিয়ানমারের ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নবনির্বাচিত এমপি হতি জাওকে গুলি করে হত্যা করা হয়েছে।    বার্তা সংস্থা রয়টার্স জানায়, ২১ নভেম্বর শনিবার শান রাজ্যে তাকে দোকানের সামনে গুলি করে অজ্ঞাত বন্দুকধারী। হামলাকারীকে শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।    এ ঘটনায় পরদিন সু চির দলের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে। এটিকে রাজনৈতিক সহিংসতা বলে উল্লেখ করা হয়েছে।    এনএলডির মুখপাত্র মিও নায়ান্ত জানান, কায়াউকমি শহরে বাড়ির পাশে একটি দোকান পরিচালনা করতেন এই এমপি। সেই দোকানের সামনেই তাকে গুলি করে হত্যা করা হয়।    দেশটির গণমাধ্যম মিয়ানমার টাইমস জানায়, মোটরসাইকেলে দুই অজ্ঞাত ব্যক্তি তার দোকানের সামনে আসে। এ সময় একজন এমপিকে গুলি করে। গুলি তার বুকের ডান পাশে লাগে। তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নেওয়ার পথে মারা যান।    গত ৮ নভেম্বর অনুষ্ঠিত মিয়ানমারের সাধারণ নির্বাচনে ৫০ বছর বয়সী জাও জয়লাভ করেন। এই নির্বাচনে বিপুল ভোটে জয় পায় অং সা সু চির দল এনএলডি।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন